যেভাবে ঘটল নিউল্যান্ডসে বল বিকৃতি ঘটনা
সমালোচনা-আলোচনা এখনো চলছে নিউল্যান্ডসে বল বিকৃতির ঘটনা নিয়ে।
-
বল বিকৃতির অভিযোগে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব থেকে সরে যেতে হল স্টিভ স্মিথকে। তাকে একটি টেস্টের জন্য নির্বাসিত করেছে আইসিসি। জরিমানা হয়েছে ম্যাচ ফি-এর একশো শতাংশ।
-
তালুর আড়ালে রেখে সন্দেহজনকভাবে বল ঘষতে দেখা যায় অস্ট্রেলিয়ার ক্যামেরন ব্যানক্রফ্টকে।
-
তারপরে ডান পকেটে কিছু একটা ঢুকিয়ে ফেলেন তিনি। যা ধরা পড়ে যায় টিভি ক্যামেরায়।
-
টিভিতে ঘটনা দেখে উদ্বিগ্ন অস্ট্রেলীয় কোচ ড্যারেন লেম্যান।
-
দ্বাদশ ব্যক্তি হ্যান্ডসকম্ব কারও সঙ্গে ওয়াকিটকিতে কথা বলছেন।
-
মাঠে ছুটে যান হ্যান্ডসকম্ব। দেখা যায় কিছু একটা বলে এলেন ব্যানক্রফ্টকে।
-
শিরিস কাগজ জাতীয় বস্তু (বৃত্তের মধ্যে) পকেট থেকে বের করেন।
-
ট্রাউজারের ভিতরে ঢুকিয়ে ফেলেন সেই হলুদ জিনিসটি।
-
আম্পায়ারদের কাছে ব্যানক্রফ্ট অস্বীকার করেন। পরে স্মিথ স্বীকার করেন ঘটনা।
-
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল ঘটনার নিন্দা করেছেন। বল বিকৃতির ঘটনাটিকে অস্ট্রেলীয় ক্রিকেটের পক্ষে ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন তিনি।