জেনে নিন বিখ্যাত এই ক্রিকেটারদের আসল নাম
অনেকেই জানেন না এই বিখ্যাত ক্রিকেটারদের আসল নাম। এবারের অ্যালবামের মাধ্যমে জেনে নিন ৫ ক্রিকেটারের আসল নাম।
-
মহম্মদ ইউসুফ : পাক ক্রিকেটের অন্যতম ভরসা ছিলেন তিনি। যখন ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিলেন তখন পরিচিতি লাভ করেছিলেন ইউসুফ ইউহানা নামে। যদিও ধর্ম পরিবর্তন করে পরবর্তী সময়ে মহম্মদ ইউসুফ নামেই পরিচিত হয়ে ওঠেন।
-
তিলকরত্নে দিলশান : শ্রীলঙ্কার ক্রিকেটের বড় ভরসা ছিলেন দিলশান। আসল নাম তুওয়ান মহম্মদ দিলশান। মাত্র ১৬ বছর বয়সে ধর্ম পরিবর্তন করেন।
-
মনসুর আলি খান পাতৌদী : ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল ব্যক্তিত্ব। মাত্র ২১ বছর বয়সে ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন। আসল নাম ইফতিকার আলি খান হলেও বিশ্বে পরিচিতি পেয়েছিলেন নবাব মনসুর আলি খান পাতৌদী নামেই।
-
বব উইলস ডিলন : ইংল্যান্ড ক্রিকেটের অতি পরিচিত নাম। আসল নাম রবার্ট জর্জ উইলস। পরে নিজের নাম পরিবর্তন করেন। ক্রিকেট ক্যারিয়ারে বব উইলস নামেই বেশি পরিচিতি লাভ করেন। ইংল্যান্ডের হয়ে ৯০টি টেস্ট খেলেছিলেন তিনি। উইকেট নিয়েছিলেন ৩২৫টি।
-
সুরজ রণদীভ : শ্রীলঙ্কার এই স্পিনারের প্রথমে নাম ছিল মহম্মদ মারশুক মহম্মর সুরজ। পরবর্তীতে নিজের ধর্ম এবং নাম পরিবর্তন করে তিনি।