ক্রিকেট মাঠের কয়েকটি স্মরণীয় সেলিব্রেশন
এবারের অ্যালবাম সাজানো হয়েছে ক্রিকেট মাঠের কয়েকটি স্মরণীয় সেলিব্রেশন নিয়ে।
-
শেল্ডন ক্যাট্রেল : ওয়েস্ট ইন্ডিজের পেসার শেল্ডন ক্যাট্রেল কোনো ব্যাটসম্যানকে আউট করার পর যেভাবে সেলিব্রেট করেন তা সত্যিই বেশ মজার। ব্যাটসম্যানকে আউট করার পর রীতিমতো স্যালুট করে তাকে বিদায় জানান তিনি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে শেল্ডন ক্যাট্রেলের এই স্টাইল বেশ জনপ্রিয় হয়েছিল।
-
ডোয়েন ব্রাভো : ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়েন ব্রাভোর সেলিব্রেট করার স্টাইল ক্রিকেট দুনিয়ায় বেশ জনপ্রিয়। বোলার বা ফিল্ডার হিসেবে কোনো ব্যাটসম্যানকে আউট করার পর রীতিমতো হিপহপ নাচের ভঙ্গিতে সেলিব্রেট করেন ব্রাভো। আইপিলে তার এই স্টাইল বেশ ‘ভাইরাল’ হয়েছিল একটা সময়।
-
বিরাট কোহালি : ২০১৭ সালে চ্যাম্পিয়ান্স ট্রফির সেমিফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে কেদার যাদবের বলে মুশফিকুর রহিম কোহলির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। ভেঙে যায় মুশফিকুর-তামিমের জুটি। মুশফিকুরের ক্যাচ নিয়েই জিভ বার করে (অনেকটা ঠিক আইনস্টাইনের জিভ বার করা সেই ছবিটার মতো ভঙ্গিতে) সেলিব্রেট করেন কোহলি।
-
শ্রীসন্থ : ২০০৬ ভারতের দক্ষিণ আফ্রিকা সফর দুটো কারণে স্মরণীয়। এক, দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে তাদের হারিয়ে বিরলতম জয় পায় ভারতীয় দল। আর দুই, আন্দ্রে নেলের প্লেজিংয়ের জবাবে শ্রীসন্থের নাচ। দক্ষিণ আফ্রিকার পেসারের প্লেজিংয়ের জবাবে তারই মাথার উপর দিয়ে ওভার বাউন্ডারি হাঁকিয়ে পিচের মাঝে দাঁড়িয়ে ব্যাট ঘুরিয়ে ঘুরিয়ে নেচেছিলেন শ্রীসন্থ।
-
সদ্য সমাপ্ত নিদাহাস ট্রফির ষষ্ঠ ম্যাচে যা ছিল কার্যত এই সিরিজের ভার্চুয়াল সেমি-ফাইনাল, মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা। রুদ্ধশ্বাস এই ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। নিদাহাস ট্রফির ফাইনালের ‘টিকিট’ নিশ্চিত করেই অদ্ভুত ভঙ্গিতে ‘নাগিন ডান্স’ করে সেলিব্রেট করেন বাংলাদেশি ক্রিকেটাররা।
-
সৌরভ গাঙ্গুলি : ২০০২ সালে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে প্রাক্তন ভারত অধিনায়কের জামা খুলে মাথার উপর ঘুরিয়ে সেলিব্রেট করার দৃশ্যটি বিশ্ব ক্রিকেটের ইতিহাসে বিচিত্র ভঙ্গির সেলিব্রেশনের ক্ষেত্রে অন্যতম। ন্যাটওয়েস্ট ট্রফির মাস খানেক আগে ওয়াংখেড়েতে ওডিআই সিরিজের ষষ্ঠ ম্যাচ ভারতকে হারিয়ে এভাবেই সেলিব্রেট করেছিলেন ব্রিটিশ অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ। লর্ডসে তারই জবাব দেন সৌরভ।