টি-টোয়েন্টিতে বাংলাদেশের কিছু আসাধারণ জয়
২১৪ রান তাড়া করে ত্রিদেশীয় সিরিজে জয় ছিনিয়ে ক্রিকেট-বিশ্বকে চমকে দিয়েছে মুশফিকুর রহিমের ছেলেরা। কিন্তু এটাই প্রথম নয়, বিশ ওভারে এমন বেশ কয়েকটা অসাধারণ জয় রয়েছে বেঙ্গল টাইগারদের। দেখে নেয়া যাক এমন কয়েকটি জয়।
-
অধিনায়ক মুশফিকুর রহিমের ব্যাটে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ।
-
২০০৭-০৮ সালের আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি। জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ছয় উইকেটে জয় পায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৬৪ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৮ ওভারে চার উইকেটেই সেই রান তুলে নেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।
-
ঢাকার মিরপুর। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই চমকপ্রদ আরও একটি জয় পেয়েছিলেন বাংলাদেশি টাইগাররা। প্রথমে ব্যাট করে বিশ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তুলেছিল ১৩২ রান। ১ বল বাকি থাকতে তিন উইকেট হাতে রেখে সেই রান টপকে যায় বাংলাদেশ।
-
২০১৫ সালের এপ্রিল মাস। ঢাকার মিরপুরে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। প্রথমে ব্যাট করে পাকিস্তান তুলেছিল ১৪১ রান। মাত্র ১৬.২ ওভারে ৩ উইকেটে সেই রান টপকে গিয়েছিল বাংলাদেশের ব্যাটসম্যানরা।
-
২০১৬ সালে এশিয়া কাপে পাকিস্তান মুখোমুখি হয়েছিল বাংলাদেশের। বিশ ওভারে পাকিস্তান তুলেছিল ১২৯। ৫ উইকেটে অনায়াসে সেই রান টপকে যায় বাংলাদেশ।
-
২০১৬ সালে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৪৭ রান তুলেছিল বাংলাদেশ। কিন্তু, বিশ ওভারে ১২৪ রানের বেশি তুলতে পারেননি শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা।
-
শ্রীলঙ্কার প্রেমদাসা স্টেডিয়ামে বাংলাদেশ প্রথমে ব্যাট করে তুলেছিল ১৭৬ রান। কিন্তু, ২০১৭ সালে ওই ম্যাচে ১৩১ রানের বেশি তুলতে পারেনি শ্রীলঙ্কা।
-
এক বছরের মধ্যে ফের ইতিহাসের প্রত্যাবর্তন। এবার নিদাহাস ট্রফি। প্রেমাদাসা স্টেডিয়ামে ২১৪ রান তাড়া করে ত্রিদেশীয় সিরিজ জয় পেল বাংলাদেশ।