যে ক্রিকেট তারকারা খেলার পাশাপাশি অন্য পেশাতেও সফল
এই ক্রিকেট তারকারা শুধু খেলাতেই নয় অন্য পেশাতে সফলতার স্বাক্ষর রেখেছেন।
-
শচীন টেন্ডুলকার : শচীন টেন্ডুলকার ২০০২ সালে মুম্বাইতে ‘টেন্ডুলকারস’ নামে একটি রেস্তরাঁর ব্যবসা শুরু করেন। এরপর ‘শচীনস’ নামে অন্য আরও একটি রেস্তরাঁ খোলেন ভারতের উত্তর মুম্বাই এবং বেঙ্গালুরুতে।
-
সৌরভ গাঙ্গুলি : ‘প্রিন্স অফ ক্যালকাটা’ সৌরভ গাঙ্গুলি ২০০৪ সালে একটি রেস্তরাঁর ব্যবসা শুরু করেন, নাম দেন ‘সৌরভস’। যদিও তার চরম ব্যস্ততার জন্য ২০১১ সালে এই রেস্তরাঁটি বন্ধ হয়ে যায়।
-
বীরেন্দ্র সেহবাগ : বীরেন্দ্র সেহবাগ ২০০৬ সালে একটি নিরামিষ রেস্তরাঁর চালু করেন ভারতের দিল্লিতে। এই নিরামিষ রেস্তরাঁর নাম ‘সেহবাগস।’
-
জাহির খান : ভারতীয় ক্রিকেটের এই বাঁ-হাতি পেসার ২০০৪ সালে পুনেতে তার রেস্তরাঁর ব্যবসা শুরু করেন। রেস্তরাঁটির নাম ‘জেকেএস।’ এছাড়াও তার একটি ইভেন্ট ম্যানেজমেন্টের সংস্থাও রয়েছে।
-
রবীন্দ্র জাদেজা : ভারতীয় ক্রিকেটের এই অলরাউন্ডার ২০১২ সালে রাজকোটে ‘জাড্ডুস’ নামে একটি রেস্তোরাঁ শুরু করেন।
-
কপিল দেব : প্রাক্তন এই ভারতীয় অধিনায়ক ১৯৮০ সালে চণ্ডীগরে তার রেস্তরাঁ চালু করেন। আগে এই রেস্তরাঁর নাম ছিল ‘হোটেল কপিল’, বর্তমান নাম ‘ক্যাপ্টেটেনস রিট্রিট’।
-
রবিন উত্থাপ্পা এবং শ্রীসন্থ : রবিন উত্থাপ্পা এবং শ্রীসন্থ যৌথভাবে ‘ব্যাট অ্যান্ড বল ইন’ নামে একটি রেস্তরাঁ খোলেন বেঙ্গালুরুতে।