গতবছর আইপিএলের দ্রুততম দশটি বলের গতিবেগ
এবারের অ্যালবাম সাজানো হয়েছে গতবছর আইপিএলের দ্রুততম দশটি বলের গতিবেগ নিয়ে।
-
প্যাট কামিন্স দল : দিল্লি ডেয়ার ডেভিলস তিনি গত বছর আইপিএলে সবচেয়ে দ্রুত গতিতে বল করেন। তার বলের সর্বোচ্চ গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ১৫৩ কি.মি.।
-
লকি ফারগুসন দল : রাইসিং পুনে সুপারজায়ান্ট সবচেয়ে দ্রুত গতিতে বল করার নিরিখে তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। তার বলের সর্বোচ্চ গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ১৫০.৯০ কি.মি.।
-
কাগিসো রাবাডা দল : দিল্লি ডেয়ার ডেভিলস এই দক্ষিণ আফ্রিকার পেসার দ্রুত গতিতে বল করার নিরিখে রয়েছেন তৃতীয় স্থানে। তার বলের সর্বোচ্চ গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ১৫০.৬৭ কি.মি.।
-
বিলি স্টানলেক দল : রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালুর এই বাইশ বছরের অস্ট্রেলিয়ান পেসার দ্রুত গতিতে বল করার নিরিখে রয়েছেন চার নম্বরে। শেষ আইপিএলে তার বলের সর্বোচ্চ গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ১৫০.৫৭ কি.মি.।
-
প্যাট কামিন্স দল : দিল্লি ডেয়ারডেভিলস সব থেকে জোরে বল করার নিরিখে গত আইপিএলে প্রথম স্থানের মতো পঞ্চম স্থানটিও ছিল এই অস্ট্রেলীয় পেসারের দখলে। তার বলের সর্বোচ্চ গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ১৫০.১৭ কি.মি.।
-
প্যাট কামিন্স দল : দিল্লী ডেয়ার ডেভিলস তার গতিবেগ ছিল ১৫০.৪৪ কি.মি।
-
টাইমাল মিলস দল : রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর ইংল্যান্ডের এই টি-২০ স্পেশ্যালিস্ট গত বছর দ্রুত গতিতে বল করার নিরিখে রয়েছেন সাত নম্বরে। তার বলের সর্বোচ্চ গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ১৫০.৩৭ কি.মি.।
-
কাগিসো রাবাডা দল : দিল্লি ডেয়ার ডেভিলস গতিবেগ- সবথেকে জোরে বল করার নিরিখে গতবছরের আইপিএলে অষ্টম স্থানেও ছিলেন এই রাবাডা। এক্ষেত্রে তার বলের গতি ছিল ১৫০.২ কি.মি।
-
প্যাট কামিন্স দল : দিল্লি ডেয়ার ডেভিলস নবম স্থানেও ফের কামিন্স। গতবছরের আইপিএলে দ্রুততম বলের নিরিখে নবম স্থানটিও দখল করলেন কামিন্স। এবারে তার বলের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০.১৭ কি.মি.।
-
বরুণ অ্যারন দল : কিংস ইলেভেন পাঞ্জাব বছর সাতাশের এই ভারতীয় পেসার দ্রুত গতিতে বল করার নিরিখে গত বছরের আইপিএলে দশম স্থানটি দখল করেন। তার বলের গতিবেগ ছিল ১৫০.১২ কি.মি. প্রতি ঘণ্টায়।