বিরাট কোহলির রেকর্ড আর রেকর্ড
ভারতীয় ক্রিকেটের অধিনায়ক বিরাট কোহলি একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন। এবারের অ্যালবামে থাকছে তার কথা।
-
সিরিজে তিনটি শতরান করে ক্যারিয়ারের ৩৫তম সেঞ্চুরি করে ফেললেন বিরাট। ওয়ানডে-তে মোট সেঞ্চুরির হিসাবে তিনি এখন বিশ্বে দুই নম্বর। সামনে শুধুই শচীন টেন্ডুলকার।
-
প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসাবে কোনো দ্বিপাক্ষিক সিরিজে ৩টি শতরান করলেন কোহলি। এর আগে সৌরভ ও লক্ষ্মণ আলাদা আলাদা টুর্নামেন্টে তিনটি করে সেঞ্চুরি করলেও দ্বিপাক্ষিক সিরিজে এই রেকর্ড নেই কারো।
-
এক দিনের দ্বিপাক্ষিক সিরিজে বিরাটই প্রথম ব্যাটসম্যান যিনি ৫০০-এর বেশি রান করলেন। এতোদিন এই রেকর্ড ছিল রোহিত শর্মার দখলে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছয় ম্যাচের সিরিজে ৪৯১ রান করেছিলেন রোহিত। বিরাট করলেন ৫৫৮।
-
অধিনায়ক হিসাবে কোনো দ্বিপাক্ষিক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডও এখন বিরাটের দখলে। এতোদিন এই রেকর্ড ছিল জর্জ বেইলির নামে। ২০১৩-১৪ সালে ভারতের বিরুদ্ধে ৪৭৮ রান করেছিলেন বেইলি।
-
দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের দ্বিপাক্ষিক সিরিজে বিশ্বে সর্বোচ্চ রান এখন বিরাটেরই। এর আগে এই রেকর্ড ছিল কেভিন পিটারসনের দখলে। ২০০৫ সালে সাত ম্যাচের সিরিজে পিটারসেন করেছিলেন ৪৫৪ রান। বিরাটের সংগ্রহ ৫৫৮। সেই সিরিজেও তিনটি সেঞ্চুরি করেছিলেন পিটারসন।