পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির রেকর্ড
ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে রেকর্ড করেছেন। এবারের অ্যালবামে থাকছে বিরাটের ছবি।
-
পাকিস্তানের বিরুদ্ধে মোট ১২টি ওডিআই ম্যাচ খেলেছেন বিরাট কোহালি। ১২ ম্যাচে কোহালির রান ৪৫৯। গড় ৩৮.২৫। তার সার্বিক ওডিআই গড় (৫৬.৩৬)-এর থেকে অনেকটা কম।
-
পাকিস্তানের বিরুদ্ধে ২টি ওডিআই সেঞ্চুরিও আছে বিরাটের। একদিনের ক্রিকেটে কোহালির সর্বোচ্চ রান ১৮৩। এই ইনিংসটি কোহালি খেলেন পাকিস্তানের বিরুদ্ধেই। ঢাকায়, এশিয়া কাপের ম্যাচে, ২০১২ সালে।
-
পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় সেঞ্চুরিটি ২০১৫ সালে আসে কোহালির ব্যাট থেকে। অ্যাডিলেডে ১০৭ রানের ইনিংস খেলেন বিরাট।
-
সেঞ্চুরি না পেলেও ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৮১ রানের অপরাজিত ইনিংস আছে বিরাটের।
-
ওডিআই-এর পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে ৬টি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন বিরাট। ৬টি টি-টোয়েন্টি ম্যাচে বিরাটের রান ২৫৪। গড় ৪২.৩৩। তার সার্বিক টি-টোয়েন্টি গড় ৫২.৮৬।
-
পাকিস্তানের বিরুদ্ধে ৬টি টি-টোয়েন্টি ম্যাচে ২টি অর্ধশতরান আছে বিরাটের। সর্বোচ্চ ৭৮।