যেসব ক্রিকেটাররা ভিন্ন ধর্মের মেয়ে বিয়ে করেছেন
ক্রিকেট অঙ্গনের যেসব ক্রিকেটাররা ভিন্ন ধর্মের মেয়ে বিয়ে করেছেন তদের ছবি থাকছে অ্যালবামে।
-
ভারতীয় জাতীয় দলের তারকা ক্রিকেটার যুবরাজ সিং নিজে শিখ ধর্মাবলম্বী। তার স্ত্রী হ্যাজেল কিচ খ্রিষ্টান। বিয়ের পরে স্বামীর ধর্ম গ্রহণ করে হ্যাজেলের নতুন নাম গুরবসন্ত কউর।
-
চলতি বছরের এপ্রিলেই জাহির নিজের এনগেজমেন্টের কথা ঘোষণা করে দিয়েছিলেন টুইটারে। বছরের শেষের দিকে তিনি বিয়ে করছেন মরাঠি ব্রাহ্মণ তথা অভিনেত্রী সাগরিকা ঘাটগেকে।
-
প্রথম স্ত্রী হুমার মৃত্যুর পর ২০১১ সালে অস্ট্রেলিয়ায় গিয়ে সানিয়েরার সঙ্গে আলাপ হয় ওয়াসিম আকরামের। তারপর ২০১৩ সালে আকরাম-সানিয়েরার বিয়ে সম্পন্ন হয় লাহোরে।
-
পাক বংশোদ্ভূত ইমরান তাহির সুদূর দক্ষিণ আফ্রিকায় বিয়ে করেন ভারতীয় বংশোদ্ভূত সুমেইয়া দিলদারকে। যুব পর্যায়ে পাকিস্তানের হয়ে দক্ষিণ আফ্রিকায় খেলতে গিয়ে প্রেমে পড়ে যান হিন্দু ধর্মাবলম্বী সুমেইয়ার। তার পর স্ত্রীর সঙ্গে থাকবেন বলে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের হয়ে অংশ নেন তাহির।
-
তারকা ক্রিকেটার বিনোদ কাম্বলির দ্বিতীয় স্ত্রীর নাম আন্দ্রেয়া, যিনি ধর্মসূত্রে একজন খ্রিষ্টান। আন্দ্রেয়াকে বিয়ে করার পর কাম্বলিও খ্রিষ্ট ধর্ম গ্রহণ করেন।
-
মারাঠি ব্রাহ্মণ মনোজ প্রভাকর প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে বিয়ে করেন মুসলিম ধর্মাবলম্বী অভিনেত্রী ফারহিন্দ খানকে। চার বছর ফারহিন্দের সঙ্গে ঘর করার পর ফের প্রথম স্ত্রীর কাছে ফিরে যান মনোজ।
-
বাংলা ও জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সাবা করিম ১৯৮৯ সালে বিয়ে করেন রেশমি রায়কে। দুজনের সন্তানের নাম ফিদেল।
-
দীনেশ কার্তিক একজন হিন্দু। তিনি ২০১৫ সালে বিয়ে করেন খ্রিষ্ট ধর্মাবলম্বী স্কোয়াশ তারকা দীপিকা পাল্লিকলকে। এটি দীনেশের দ্বিতীয় বিবাহ।
-
অজিত আগরকর নিজে একজন মারাঠি ব্রাহ্মণ। তিনি বিয়ে করেন মুসলিম মেয়ে ফতিমাকে।
-
মহম্মদ কাইফ ২০১১ সালে বিয়ে করেন সাংবাদিক পূজা যাদবকে। চার বছর ডেটিং করার পরে বিয়ে করেন কাইফ ও পূজা।