ভারতীয় ৬ ক্রিকেটারের দামি রেস্তোরাঁ
যারা তাদের খেলার জাদুতে মুগ্ধ করেছেন ক্রিকেটপ্রেমীদের। তারা আবার রেস্তোরাঁ ব্যবসাতেও মনোনিবেশ করেছেন। এবারের আয়োজন এমন ক্রিকেটারদের নিয়ে।
-
কিছুদিন আগে বিরাট কোহলি দিল্লিতে ‘নুয়েভা’ নামে নিজের একটা রেস্তোরাঁ খুলেছেন। এই রেস্তোরাঁয় জায়গা করে নিয়েছেন বিশ্বের সেরা শেফরা।
-
২০০৪ সালে পুনেতে ‘জেকেস’ নামে একটি রেস্তোরাঁ খোলেন জাহির খান। এরপর ২০১৩ সালে ‘টস’ নামে একটি লাউঞ্জও খোলেন তিনি। এ ছাড়া রয়েছে তার ‘ডাইন ফাইন’ নামে আরও একটি দামি রেস্তোরাঁ।
-
২০১২ সালে ‘জাড্ডুস ফুড ফিল্ড’ নামে একটি রেস্তোরাঁ খোলেন রবীন্দ্র জাদেজা।
-
১৯৮০ সালে চন্ডীগড়ে ‘হোটেল কপিল’ নামে একটি হোটেল খোলেন কপিল দেব। যা এখন ‘কান্টেইনস রিট্রিট’ নামে পরিচিত। এ ছাড়া পটনায় তার রয়েছে ‘কপিল দেবস ইলেভেন’ বলে একটি রেস্তোরাঁ।
-
সৌরভ’স-দ্য ফুড প্যাভেলিয়ন নামে একটি রেস্তোরাঁ খুলেছিলেন সৌরভ গাঙ্গুলি। তবে ২০১১ সালে এই রেস্তোরাঁটি বন্ধ করে দেয়া হয়।
-
শচীন টেন্ডুলকারও মুম্বাইয়ে এটি রেস্তোরাঁ খুলেছিলেন। নাম ‘টেন্ডুলকার’স’। ২০০৭ সালে রেস্তোরাঁ বন্ধ করে দেন শচীন।