শচীনকে টপকে কোহলির নতুন রেকর্ড
ভারতের কিংবদন্তি প্রাক্তন ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। এবারের অ্যালবামে থাকছে সেই তথ্য এবং ছবি।
-
চেজ মাস্টার বিরাট কোহলি টপকে গেলেন কিংবদন্তি প্রাক্তন ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে। ভারতের রান মেশিন কোহলি রান তাড়া করার ক্ষেত্রে দারুণ সফল। এজন্য তাকে ‘চেজ মাস্টার’ বলা হয়।
-
গতকাল (৬ জুলাই) জামাইকার সাবাইনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে জিতেছে ভারত। সেইসঙ্গে সিরিজও জিতেছে টিম কোহলি। অধিনায়ক কোহলির শতরানের ইনিংসে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। দলকে জেতানোর পাশাপাশি কোহলি ভাঙলেন শচীনের রেকর্ড।
-
একদিনের ক্রিকেটে রান তাড়া করতে নেমে সেঞ্চুরি সংখ্যায় শচীনকে টপকে গেলেন কোহলি। রান তাড়া করতে নেমে এ পর্যন্ত কোহলি ১৮ টি শতরান করলেন। সচীন করেছেন ১৭ টি।
-
তালিকায় তৃতীয় স্থানে শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান। ১১৬ ইনিংসে তার সেঞ্চুরি ১১ টি।
-
চতুর্থ স্থানে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। তারও শতরানের সংখ্যা ১১।
-
প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জোড়া শতরান করার কৃতিত্বও অর্জন করলেন কোহলি।