আইপিএলে বেশিবার শূন্য রানে আউট হওয়া ৫ ব্যাটসম্যান
আইপিএলে বেশিবার শূন্য রানে আউট হওয়া ৫ ব্যাটসম্যানের ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
হরভজন সিং : মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১৩২টি ম্যাচ খেলে ৭৮৯ রান করেছেন তিনি। সর্বোচ্চ রান করেছেন ৬৪। তবে আইপিএলে সবচেয়ে বেশি ১২ বার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড রয়েছে তারই দখলে।
-
গৌতম গম্ভীর : আইপিএলের অন্যতম সফল ব্যাটসম্যান গৌতম গম্ভীর ১৩৯টি ম্যাচ খেলে ৩৮৭৭ রান করেছেন। তবে তিনিও ১২বার শূন্য রানে আউট হয়ে ফিরেছেন।
-
পীযূষ চাওলা : কিংস ইলেভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা পীযূষ চাওলা সবমিলিয়ে মোট ১২৫টি ম্যাচ খেলেছেন। তবে ১১ বার শূন্য রানে আউটও হয়েছেন।
-
মনীশ পান্ডে : কলকাতার হয়ে খেলা মনীশ পান্ডে এখন পর্যন্ত মোট ৯৬টি ম্যাচ খেলেছেন। আইপিএলে ১১৪ রানের অপরাজিত ইনিংসও খেলেছেন। তবে তিনিও চাওলার মতো ১১ বার শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন।
-
পার্থিব প্যাটেল : চেন্নাই সুপার কিংস, ডেকান চার্জার্স, কোচি টাস্কার্স, আরসিবি, সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা পার্থিব প্যাটেল আইপিএলে ২ হাজারের বেশি রান করে ফেলেছেন। তিনিও ১১ বার শূন্য রানে আউটও হয়েছেন।