আইপিএলের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রাহক ১০ ক্রিকেটার
আইপিএলের ইতিহাসে সেরা ১০ রান করা ক্রিকেটাদের ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
সুরেশ রায়না : গুজরাট লায়ন্সের অধিনায়ক সুরেশ রায়না এর আগে চেন্নাই সুপার কিংসের হয়েও খেলেছেন। মোট ১৫৪টি ম্যাচে তার সংগ্রহ ৪,৩৭৩ রান। যার মধ্যে ১টি শতরান ও ৩০টি অর্ধশতক রয়েছে।
-
বিরাট কোহলি : প্রথম থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলছেন বিরাট। বর্তমানে তিনি দলের অধিনায়কও বটে। এখন পর্যন্ত ১৪৩টি ম্যাচে ৪,২৬৪ রান করেছেন বিরাট। যার মধ্যে ৪টি শতরান এবং ২৮টি অর্ধশতক রয়েছে।
-
রোহিত শর্মা : মুম্বাই ইন্ডিয়ান্সে খেলার আগে ডেকান চার্জার্সের হয়েও খেলেছেন রোহিত শর্মা। বর্তমানে মুম্বাইয়ের অধিনায়ক রোহিত। ১৫০টি ম্যাচে ৩,৯৮৬ রান করেছেন রোহিত। যার মধ্যে ১ টি শতরান ও ৩০টি অর্ধশতক রয়েছে।
-
গৌতম গম্ভীর : প্রথমে দিল্লি ডেয়ারডেভিলস ও পরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন গম্ভীর। কলকাতার অধিনায়ক তিনি। ১৩৯টি ম্যাচে ৩.৮৭৭ রান করেছেন তিনি। যার মধ্যে ৩৩টি অর্ধশতক রয়েছে।
-
ডেভিড ওয়ার্নার : প্রথমে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলার পর বর্তমানে সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক ওয়ার্নার। ১০৭টি ম্যাচে এখন পর্যন্ত তার সংগ্রহ ৩,৬৫৫ রান। যার মধ্যে ২টি শতরান এবং ৩৪টি অর্ধশতক রয়েছে।
-
রবিন উথাপ্পা : প্রায় সবকটি দলেই হয়তো একবার করে খেলে নিয়েছেন রবিব উথাপ্পা। এখন পর্যন্ত ১৪২টি ম্যাচ খেলেছেন তিনি এবং এখন পর্যন্ত তার মোট রান ৩,৫৭৫ । এর মধ্যে ১৯টি অর্ধশতক রয়েছে উথাপ্পার।
-
ক্রিস গেইল : প্রথমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার পর এখন তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সম্পদ। ৯৭টি ম্যাচে তার সংগ্রহ ৩,৫৭০ রান। ৫টি শতরান ও ২১টি অর্ধশতরান করেছেন তিনি।
-
এবি ডি ভিলিয়ার্স : দিল্লির হয়ে খেলার পর ব্যাঙ্গালুরুর দলে যোগ দেন এবি। ১২৪টি ম্যাচে তার সংগ্রহ ৩,৪০২ রান। যার মধ্যে ৩টি শতরান ও ২২টি অর্ধশতক রয়েছে।
-
মহেন্দ্র সিং ধোনি : এবারের আসরে পুনের হয়ে খেললেও অধিনায়ক নন তিনি। তবে ১৫০টি ম্যাচে ৩,৪০০ রান করেছেন ধোনি। যার মধ্যে ১৭টি অর্ধশতক রয়েছে।
-
শিখর ধাওয়ান : ডেকান চার্জার্স, দিল্লি ডেয়ারডেভিলস, মুম্বাই ইন্ডিয়ান্সের পর সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছেন শিখর। ১২০টি ম্যাচে তার সংগ্রহ ৩,৩১৭ রান। একটিও শতরান না থাকলেও ২৬টি অর্ধশতরান রয়েছে শিখরের।