টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রহকারী প্রথম ৫ ক্রিকেটার
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রহকারী প্রথম ৫ ক্রিকেটারের ছবি থাকছে এবারের অ্যালবামে।
-
ক্রিস গেইল : ২৯০টি ম্যাচে ১৪৯-এর বেশি স্ট্রাইক রেট ও ৪০-এর ব্যাটিং গড় রেখে টি-টোয়েন্টি ক্রিকেটে দশ হাজার রান পূর্ণ করলেন ক্রিস গেইল।
-
ব্রেন্ডন ম্যাককালাম : আইপিএলের প্রথম উদ্বোধনী ম্যাচে তার মহাকাব্যিক ১৫৮ রানের অপরাজিত ইনিংস অমর হয়ে রয়েছে। তিনি ২৭১টি ইনিংসে ৩১.২৫ গড়ে ৭৫২৪ রান করেছেন।
-
ব্র্যাড হজ : অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্পেশালিস্ট ব্র্যাড হজ বিশ্বজুড়ে ঘুরে টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছেন। ২৭০টি ইনিংসে তিনি ৩৬.৮৭ গড়ে ৭৩৩৮ রান করেছেন।
-
ডেভিড ওয়ার্নার : সানরাইজার্সের হয়ে আইপিএল খেলা অস্ট্রেলিয় ওপেনার ডেভিড ওয়ার্নার ২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩৫.৪২ গড়ে ৭১৫৬ রান করেছেন। তার স্ট্রাইক রেট ১৪৩.৪০।
-
কায়রন পোলার্ড : আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা কায়রন পোলার্ড সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিনি ৩৬৩টি ম্যাচে এখন পর্যন্ত ৩০.৫৪ গড়ে ৭০৮৭ রান করেছেন।