আইপিএলে বেশিবার শূন্য রানে আউট প্রথম ৭ ব্যাটসম্যান
আইপিএলে বেশিবার শূন্য রানে আউট প্রথম ৭ জন ব্যাটসম্যানের ছবি নিয়ে এবারের অ্যালাবাম তৈরি করা হয়েছে।
-
হরভজন সিং : আইপিএলের উদ্বোধনী বছর ২০০৮ সাল থেকে এখনো আইপিএল খেলা চালিয়ে যাচ্ছেন হরভজন সিং। তবে আইপিএলে মোট ১২বার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড রয়েছে তারই দখলে।
-
গৌতম গম্ভীর : আইপিএলের অন্যতম সফল ব্যাটসম্যান গৌতম গম্ভীর ১৩৯টি ম্যাচ খেলে ৩৮৭৭ রান করেছেন। সর্বোচ্চ রান ৯৩। তবে তিনিও ১২বার শূন্য রানে আউট হয়ে ফিরেছেন।
-
পীযূষ চাওলা : কিংস ইলেভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা পীযূষ চাওলা সবমিলিয়ে মোট ১২৫টি ম্যাচ খেলেছেন। তবে ১১বার শূন্য রানে আউটও হয়েছেন।
-
মনীশ পান্ডে : রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর, পুনে ওয়ারিয়র্স, মুম্বাই ইন্ডিয়ান্স ও এখন কলকাতার হয়ে খেলা মনীশ পান্ডে। এখন পর্যন্ত মোট ৯৬টি ম্যাচ খেলেছেন তিনি। তবে তিনিও চাওলার মতো ১১বার শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন।
-
পার্থিব প্যাটেল : চেন্নাই সুপার কিংস, ডেকান চার্জার্স, কোচি টাস্কার্স, আরসিবি, সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা পার্থিব প্যাটেল আইপিএলে ২ হাজারের বেশি রান করে ফেলেছেন। তিনিও ১১বার শূন্য রানে আউটও হয়েছেন।
-
অমিত মিশ্র : লেগস্পিনার অমিত মিশ্র এই মুহূর্তে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলছেন। ১১৮টি ম্যাচ খেলে মোট ২৯৯ রান করেছেন। এবং ১০বার শূন্য রানে আউটও হয়েছেন।
-
মনদীপ সিং : আরসিবির হয়ে খেলা মনদীপ সিং এর আগে পাঞ্জাবের হয়ে খেলেছেন। এখন মোট ৬৬টি ম্যাচ খেলেছেন তিনি। তিনি মোট ৯বার শূন্য রানে আউট হয়েছেন।