১০ বছরের আইপিএলে সেরা ৭ অধিনায়ক
১০ বছরের আইপিএলের সেরা ৭ অধিনায়কের ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
রোহিত শর্মা : মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা দলকে দুইবার সেরার শিরোপা জিতিয়েছেন। ২০১৩ সালে মুম্বাইয়ের অধিনায়ক হন রোহিত শর্মা। ৬৩টি ম্যাচে দলের অধিনায়কত্ব করেন তিনি।
-
শচীন টেন্ডুলকার : মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম অধিনায়ক শচীন টেন্ডুলকার। ২০০৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত মুম্বাইয়ের অধিনায়কত্ব করেন শচীন। ৫১টি ম্যাচে মুম্বাইয়ের অধিনায়কত্ব করেন তিনি।
-
গৌতম গম্ভীর : প্রথমে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেছিলেন গৌতম গম্ভীর। পরে ২০১১ সাল থেকে শুরু করে বর্তমানেও কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীর। এখনও পর্যন্ত গম্ভীরের নেতৃত্বে ২০১২ সালে ও ২০১৪ সালে সিরিজ জেতে কলকাতা।
-
মহেন্দ্র সিং ধোনি : ধোনি নিশ্চিতভাবে আইপিএল ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক। ২০১৭ সালেই রাইজিং পুনে সুপারজায়েন্টস কর্তৃপক্ষ তাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে তরুণ স্টিভ স্মিথকে অধিনায়ক বানায়। ২০০৮ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত অধিনায়ক ছিলেন ধোনি।
-
ডেভিড ওয়ার্নার : ২০১৩ সাল থেকে সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক হন ডেভিড ওয়ার্নার। গত বছরেই দলকে সেরার শিরোপা জেতাতে সফল হন তিনি। এখনও পর্যন্ত হায়দ্রাবাদ ছাড়াও দিল্লি ডেয়ারডেভিলের হয়ে অধিনায়কত্ব করেছেন।
-
শেন ওয়ার্ন : ২০০৮ সালের প্রথম আইপিএল চ্যাম্পিয়ান রাজস্থান রয়্যালেসের অধিনায়ক ছিলেন অস্ট্রেলিয়ার জনপ্রিয় স্পিনার শেন ওয়ার্ন। ২০০৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত দলের অধিনায়ক ছিলেন তিনি।
-
বীরেন্দ্র সেহবাগ : দিল্লি ডেয়ারডেভিল আক্রমণাত্মক অধিনায়ক ছিলেন বীরেন্দ্র সেহবাগ। পরে কিংস ইলেভেন পাঞ্জাবেরও অধিনায়ক হন তিনি। ২০০৮ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত আইপিএলে অধিনায়ক ছিলেন তিনি।