আইপিএলের ১০ বছরের সেরা ১০ বিদেশি ক্রিকেটার
আইপিএলের সাফল্যের অন্যতম বড় কারণ হল বিদেশি খেলোয়াড়দের অনবদ্য পারফরম্যান্স। একনজরে দেখে নিন কারা ছিলেন আইপিএলের ১০ বছরের ইতিহাসে সেরা বিদেশি খেলোয়াড়।
-
ক্রিস গেইল : আইপিএলে কলকাতা ও পরে ব্যাঙ্গালুরুর হয়ে মোট ৯৭টি ম্যাচ খেলে ৩৭৫০ রান করেছেন গেইল। আইপিএলে ৫টি শতরান ও ২১টি অর্ধশতরান করেছেন তিনি।
-
ডেভিড ওয়ার্নার : অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার আইপিএলের সেরা অধিনায়কদের অন্যতম। ১০৭টি ম্যাচ খেলে ৩৯.৩০ গড়ে ৩৬৫৫ রান করেছেন। তিনি ২টি শতরান ও ৩৪টি অর্ধশতরান করেছেন।
-
এবি ডি ভিলিয়ার্স : আইপিএলের অন্যতম সেরা খেলোয়াড় এবি ডি ভিলিয়ার্স ১২৪টি ম্যাচ খেলে ৩৯.৫৫ গড়ে ৩৪০২ রান করেছেন। তিনি ৩টি শতরান ও ২২টি অর্ধশতরান করেছেন আইপিএলে।
-
শেন ওয়াটসন : অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন আইপিএলের প্রথম বছর থেকেই খেলছেন। প্রথমে রাজস্থান রয়্যালস ও পরে আরসিবির হয়ে খেলা ওয়াটসন ৯৯টি ম্যাচ খেলে ২৬১২ রান করেছেন ২টি শতরান ও ১৪টি অর্ধশতরান করেছেন।
-
ব্রেন্ডন ম্যাককালাম : তিনি আইপিএলে ৯৯টি ম্যাচ খেলে তিনি ২৬৯৮ রান করেছেন। ২টি শতরান ও ১৩টি অর্ধশতরান করেছেন।
-
লাসিথ মালিঙ্গা : শ্রীলঙ্কার ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা ১০২টি ম্যাচ খেলে তিনি ১৪৭টি উইকেট নিয়েছেন। প্রায় প্রতিটি আইপিএলেই তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে পারফর্ম করে আসছেন।
-
জ্যাক ক্যালিস : দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি খেলোয়াড় জ্যাক ক্যালিস টি-টোয়েন্টি ক্রিকেটেও নিজের যোগ্যতার ছাপ রেখেছেন। ২০০৮-১৪ সাল পর্যন্ত খেলে তিনি ৯৮টি ম্যাচে ২৪২৭ রান করেছেন।
-
শন মার্শ : পাঞ্জাবের হয়ে খেলা শন মার্শ এখনও পর্যন্ত ৬৪টি ম্যাচ খেলে ৪০.৫১ গড়ে ২২৬৯ রান করেছেন। আইপিএলের প্রথম আসরে তিনি সর্বাধিক রান করে কমলা টুপির মালিক হন।
-
ডোয়েন ব্র্যাভো : জামাইকার অলরাউন্ডার ব্র্যাভো ১০৬টি ম্যাচ খেলে ১২২টি উইকেট নিয়েছেন ও ১২৬২ রান করেছেন। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলার পরে তিনি গুজরাতের হয়ে খেলেছেন।
-
সুনিল নারিন : কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা মিস্ট্রি বোলার সুনিল নারিন কলকাতার আইপিএল জয়ে বড় ভূমিকা নিয়েছেন। ৭৪টি ম্যাচ খেলে তিনি ৯০টি উইকেট নিয়েছেন।