ক্রিকেটে বাংলাদেশের ৮টি স্মরণীয় জয়
ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশ বেশ কয়েকটি বড় পেয়েছে। এর মধ্য থেকে ৮টি জয় বাছাই করা হলো।
-
২ মার্চ ২০১৬ : পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ৫ বল বাকি থাকতেই জিতে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ। পাকিস্তানকে ১২৯ রানে আটকে দেওয়ার পর শেষ ওভারের প্রথম বলে বাংলাদেশকে জয়ের রান এনে দিল মাহমুদুল্লাহ। সৌম্য সরকারের ৪৮ রানের ইনিংস ও আল আমিন হোসেনের ৩ উইকেটে বাজিমাত বাংলাদেশের।
-
২৮ ফেব্রুয়ারি ২০১৬ : গতবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ২৩ রানে পরাজিত করেছিলো। সাব্বির রহমানের ৮০ রানের ইনিংস ও বল হাতে তাসকিন, আল আমিল হোসেনের তিন উইকেটে বাজিমাত বাংলাদেশের। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ১৪৭ রান করেছিল। শ্রীলঙ্কা সেই লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয়।
-
২৪ এপ্রিল ২০১৫ : পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম বড় জয়। ঢাকায় আফ্রিদিদের ১৪১ রানে আটকে দেওয়ার পর খুব সহজেই জয়ের রান তুলে নিয়েছিলেন সাকিব, মুশফিকুররা। অপরাজিত ৫৭ রানের ইনিংস খেলেন সাকিব। চারটি করে উইকেট নেন মাশরাফি ও আরাফাত।
-
১৮ মার্চ ২০১৪ : চট্টগ্রামে নেপালকে ৮ উইকেটে হারিয়ে দেয় বাংলাদেশ। আল আমিন হোসেন সেই ম্যাচে জোড়া উইকেট নিয়েছিলেন।
-
১৬ মার্চ ২০১৪: বড় জয় আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে। বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি আফগানরা। ৭২ রানে আফগানিস্তান অল আউট হওয়ার পর ৯ উইকেটে তাদের হারিয়ে দেন তামিম, সাকিবরা। বল হাতে তিন উইকেট নেন সাকিব।
-
১২ মে ২০১৩ : বুলাওয়েতে প্রথমে ব্যাট করে ১৬৮ রান তুলেছিল বাংলাদেশ। কিন্তু সেই লক্ষ্যে পৌঁছতে পারেনি জিম্বাবুয়ে। চার উইকেট নিয়েছিলেন সাকিব আল হাসান। সঙ্গে ৪০ রান করেছিলেন। ব্যাটে বলে এই জয়ের পিছনে বড় অবদান ছিল তার।
-
২৫ জুলাই ২০১২ : নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। তখনও বাকি দুই ওভার। এই বাংলাদেশ দলের দায়িত্ব তখন ছিল তামিম, সাকিব, মুশফিকুর, মাহমুদুল্লাহদের হাতেই। সেই তামিম ম্যাচে অপরাজিত ৬৯ রান করেছিলেন।
-
১১ অক্টোবর ২০১১ : ঢাকার মাটিতে পরে ব্যাট করে ১ বল বাকি থাকতে ৩ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয় বাংলাদেশ। সেই দলে ছিলেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা। ১৩৩ রানের টার্গেট ছিল বাংলাদেশের সামনে।