আইপিএলের ইতিহাসে বেশি রান সংগ্রহকারী পাঁচ ব্যাটসম্যান
গত ৯ বছর ধরে ক্রিকেট-প্রেমীদের আনন্দ দিয়ে যাচ্ছে আইপিএল। এখন দশম আইপিএল। আইপিএলের ইতিহাসে বেশি রান সংগ্রহকারী পাঁচ ব্যাটসম্যানের ছবি নিয়ে এবারের অ্যালবাম।
-
ক্রিস গেইল : আইপিএলে বিস্ফোরক ব্যাটসম্যানদের নাম মনে করলেই যে নামটা প্রথমে মনে ভেসে আসবে তিনি হলেন বিধ্বংসী ক্যারিবিয়ান ওপেনার ক্রিস গেইল। আইপিএলে ২০ টি হাফসেঞ্চুরি ও ৫ টি সেঞ্চুরির সাহায্যে ৩৪২৬ রান করেছেন তিনি।
-
গৌতম গম্ভীর : কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীর আইপিএলের সবচেয়ে সফল ব্যাটসম্যানদের অন্যতম। ৩১ অর্ধশতরান সহ ৩৬৩৪ রান করেছেন তিনি। তার নেতৃত্ব কলকাতা টুর্নামেন্টে চ্যাম্পিয়নও হয়েছে।
-
রোহিত শর্মা : টিম ইন্ডিয়ার বিস্ফোরক ব্যাটসম্যান তথা মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনার আইপিএলে তৃতীয় সর্বাধিক রান সংগ্রহকারী। ১ সেঞ্চুরি ও ২৯ অর্ধশতক সহ ৩৮৭৪ রান করেছেন তিনি।
-
সুরেশ রায়না : আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় দ্বিতীয় সুরেশ রায়না। ১ সেঞ্চুরি ও ২৮ টি হাফসেঞ্চুরির সাহায্যে ৪০৯৮ রান করেছেন তিনি।
-
বিরাট কোহলি : টিম ইন্ডিয়া ও বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের অধিনায়ক তালিকার শীর্ষে রয়েছেন। তার মোট রান ৪১১০। এরমধ্যে রয়েছে চারটি সেঞ্চুরি, ২৬ হাফসেঞ্চুরি।