দুর্দান্ত মাশরাফির অনন্য ক্যারিয়ার
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের এক অনন্য ও আলোকোজ্জ্বল ক্রিকেটারের নাম মাশরাফি বিন মর্তুজা। তিনি অধিনায়কত্ব থেকে অবসর নিয়েছেন। মাশরাফিকে নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের এক অনন্য ও আলোকোজ্জ্বল ক্রিকেটারের নাম মাশরাফি বিন মর্তুজা। তিনি অধিনায়কত্ব থেকে অবসর গ্রহণ করেছেন। সাকিব আল হাসানের সঙ্গে মাশরাফি।
-
মাশরাফির বর্ণাঢ্য টি২০ ক্যারিয়ারর : ম্যাচ-৫৩, রান-৩৭৭, সর্বোচ্চ রান-৩৬, উইকেট-৪১, সেরা বোলিং-৪/১৯।
-
‘মাশরাফি’ শীর্ষক গ্রন্থে তার ক্যারিয়ারের নানা দিক তুলে ধরা হয়েছে। দলকে সুযোগ্য নেতৃত্ব দিয়ে বাংলাদেশ ক্রিকেটকে এক অসামান্য উচ্চতায় নিয়ে গেছেন মাশরাফি।
-
সংবাদ সম্মেলনে নিজের আকস্মিক অবসর নিয়ে মাশরাফি বলেন, ‘অবসরের সিদ্ধান্ত নিয়েছি রাত দুইটার দিকে, আর সবার আগে জানিয়েছি মাকে।’
-
এদেশের ক্রিকেট ভক্তদের হৃদয়ে মাশরাফি ‘ক্রিকেটের মহাতারকা’ হিসেবে স্থান করে নিয়েছেন।
-
মানসম্পন্ন খেলা উপহার দিয়ে মাশরাফি বাংলাদেশের জন্য যে সম্মান বয়ে নিয়ে এসেছেন, তা চিরদিন ক্রিকেট বোদ্ধারা মনে রাখবেন।