ভারতীয় ক্রিকেটারদের বিজ্ঞাপনে পারিশ্রমিকের হার
ভারতীয় ক্রিকেটারদের বিজ্ঞাপনের পারিশ্রমিকের হার নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
বিরাট কোহলি : তিনি বছরে মোট ১০-১২ কোটি টাকার বিজ্ঞাপনে মডেলিং করেন। সেই সঙ্গে বিজ্ঞাপনে অংশ নেয়ার জন্য একাধিক সংস্থার সঙ্গে চুক্তি রয়েছে তার।
-
মহেন্দ্র সিং ধোনি : বিজ্ঞাপন দুনিয়ায় কোহলির মতো ধোনিরও জনপ্রিয়তা তুঙ্গে। সবচেয়ে বেশি ব্র্যান্ডের প্রচার করার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বছরে ৮-১০ কোটি টাকার বিজ্ঞাপন প্রচার করেন তিনি।
-
সৌরভ গাঙ্গুলী : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন প্রায় এক দশক। কিন্তু এখনও ধোনি-বিরাটদের মতোই বিজ্ঞাপনের মাঠে দাপাচ্ছেন তিনি। কমেন্ট্রি বক্স হোক বা ক্রিকেট প্রশাসনিক দায়িত্বে, তার উপস্থিতি থাকে সবসময় নজরকাড়া। বছরে ১ থেকে ১.৫ কোটি টাকা বিজ্ঞাপন প্রচার করে থাকেন প্রাক্তন এ অধিনায়ক।
-
রবিচন্দ্রন আশ্বিন : ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল স্পিনার রবিচন্দ্রন আশ্বিন। ব্র্যান্ড এন্ডোর্সমেন্টেও পিছিয়ে নেই আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা ভারতীয় স্পিনার। বছরে ১.২৫-১.৫ কোটি টাকার বিজ্ঞাপন করে থাকেন তিনি।
-
সুরেশ রায়না : ফর্মে ছেদ পড়লেও বিজ্ঞাপন প্রচারে ছেদ পড়েনি সুরেশ রায়নার। বছরে ১-১.৫ কোটি টাকার বিজ্ঞাপনে অংশ নেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
-
রোহিত শর্মা : বিজ্ঞাপন প্রচারে রোহিত শর্মাও পিছিয়ে নেই। দেশের হয়ে কিংবা আইপিএলে তার ব্যাট যেমন সব সময় কথা বলেছে, বিজ্ঞাপনেও নিজেকে সমানভাবে ব্যবহার করেছেন। বিজ্ঞাপনে অংশ নিয়ে বছরে প্রায় ১-১.৫ কোটি টাকা পারিশ্রমিক নেন।
-
শিখর ধবন : এই বাঁহাতি ব্যাটসম্যান বছরে ৭৫ লক্ষ থেকে ১ কোটি টাকার ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করে থাকেন।
-
সচীন টেন্ডুলকার : বেশির ভাগ রেকর্ডের তালিকায় যার নাম উপরে দিকে থাকে তিনি কিন্তু বিজ্ঞাপন প্রচারে পিছিয়ে রয়েছেন। এই মুহূর্তে বছরে ৭০ লক্ষ থেকে ৭৫ লক্ষ টাকার বিজ্ঞাপনে মডেলিং করছেন তিনি।