আইপিএলে যে ক্রিকেটাররা গর্জে ওঠেন
আইপিএলে যেসব ক্রিকেটার একবার গর্জে উঠেই নিভে যান তাদের ছবি এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
সৌরভ তিওয়ারি : চনমনে এই ক্রিকেটার ২০১০ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে নজর কেড়েছিলেন সবার। এরপর রয়্যাল চ্যালেঞ্জার বেশ দর দিয়ে তাকে কিনলেও খুব একটা সুবিধা করতে পারেননি বাঁহাতি এ ব্যাটসম্যান।
-
মনপ্রীত গনি : ২০০৮ আইপিএলে অভিষেক হওয়া পাঞ্জাবের এই পেসার ওই মৌসুমে ১৭টি উইকেট নিয়েছিলেন। পরের বছরগুলোয় কিন্তু আর সেভাবে কিছু করে উঠতে পারেননি মনপ্রীত গনি।
-
শ্রীনাথ অরবিন্দ : ২০১১ আইপিএলে ফিরে তাকালে, দেখা যাবে কর্নাটকের বাঁহাতি এই মিডিয়াম পেসারকে নিয়ে যথেষ্ট হইচই হয়েছিল। পরের বছর সুযোগ পেলেও সেভাবে কাজে লাগাতে পারেননি শ্রীনাথ।
-
স্বপ্নীল অসনোদকর : খোদ শেন ওয়ার্ন তার নাম দিয়েছিলেন ‘গোয়ার কামান’। প্রথম আইপিএলে গোয়ার এই ব্যাটসম্যানের ব্যাটই কামান হয়ে উঠেছিল।
-
পল ভলথাটি : এখনও এই নামটা অনেকের মনে জ্বলজ্বল করছে। ২০১১ আইপিএলে মহারাষ্ট্রের এই ব্যাটসম্যান রাতারাতি হিরো হয়ে উঠেছিলেন। পরের আইপিলএল থেকে আস্তে আস্তে নামটা মুছে যায় এই মারকুটে ব্যাটসম্যানের।