দ্রুততম ৯ হাজারের তালিকায় রয়েছেন যেসব ক্রিকেটার
দ্রুততম ৯ হাজারের তালিকায় যেসব ক্রিকেটার রয়েছেন তাদের ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
দ্রুততম ৯ হাজারের তালিকায় এক নম্বরে রয়েছেন এবি ডিভিলিয়ার্স। ২১৪ ম্যাচে ২০৫ ইনিংসে এই নজির গড়েছেন তিনি।
-
২৩৬ ম্যাচে ২২৮ ইনিংসে এই গণ্ডি টপকেছিলেন সৌরভ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০৪ সালে এই নজির গড়েছিলেন তিনি।
-
তিন নম্বরে রয়েছেন সচিন টেন্ডুলকার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৩৫ ইনিংসে এই নজির গড়েছিলেন তিনি।
-
সচিনের চেয়ে চার ইনিংস বেশি খেলে ৯ হাজারের গণ্ডি টপকেছিলেন ব্রায়ান লারা। তিনিও এই নজির গড়েছিলেন অজিদের বিরুদ্ধে।
-
প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং রয়েছেন ৫ নম্বরে। ২৪৮ ম্যাচে ২৪২ ইনিংসে ৯ হাজার রান করেছিলেন তিনি।
-
তালিকায় থাকা দ্বিতীয় দক্ষিণ আফ্রিকান জাক কালিস ২৪২ ইনিংসে এই রেকর্ড করে রয়েছেন ৬ নম্বরে।
-
প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৪৪ ইনিংসে এই রান করেছিলেন।
-
তালিকার একমাত্র পাক ব্যাটসম্যান মহম্মদ ইউসুফ ধোনির চেয়ে এক ইনিংস বেশি খেলে ৯ হাজারের গণ্ডি টপকেছিলেন।
-
তালিকার চতুর্থ ভারতীয় রাহুল দ্রাবিড় রয়েছেন ৯ নম্বরে। ২৫৯ ইনিংসে এই রান করেছিলেন তিনি।
-
অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট ২৬১ ইনিংসে এই রান করেছিলেন।
-
একমাত্র ক্যারিবীয় ব্যাটসম্যান হিসাবে ১০ নম্বরে রয়েছেন ক্রিস গেইলও। গিলক্রিস্টের মতো তিনিও এই নজির গড়েছিলেন ২৬১ ইনিংসে।