প্রথম আইপিএলে নজর কাড়বে যেসব ভারতীয় তরুণ
জীবনের প্রথম আইপিএলে নজর কাড়তে পারেন যেসব ভারতীয় তরুণ-তাদের ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজনো হয়েছে।
-
কৃষ্ণাপ্পা গৌতম : বেঙ্গালুরুরের ছেলে কৃষ্ণাপ্পা গৌতম। অলরাউন্ডার গৌতম ইতিমধ্যে ১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। এবারের আইপিএল নিলামে ২ কোটি টাকা দিয়ে তাকে কিনে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।
-
মুহম্মদ সিরাজ : ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত কিছু পারফরম্যান্স রয়েছে মুহম্মদ সিরাজের। ২০ লক্ষ টাকা বেস প্রাইস ছিল ডানহাতি এই মিডিয়াম পেসারের। নিলামে ২ কোটি ৬০ লক্ষ টাকায় ঘরের ছেলেকে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।
-
বাসিল থাম্পি : কেরালার মিডিয়াম পেসার বাসিল থাম্পিকে গুজরাত লায়ন্স কেনে ৮৫ লক্ষ টাকায়। তার বেস প্রাইস ছিল মাত্র ১০ লক্ষ টাকার। ঘরোয়া টি২০ ফর্ম্যাটে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স রয়েছে ২৩ বছরের বাসিল থাম্পির।
-
সায়ন ঘোষ : কলকাতা নাইট রাইডার্সে আরো এক বাঙালি ক্রিকেটারের সংযোজন। ১০ লক্ষ টাকার বেস প্রাইসে বাংলার অনূর্ধ্ব ১৯ দলের সায়ন ঘোষকে কিনল কলকাতা নাইট রাইডার্স। ডান হাতি মিডিয়াম পেসার সায়ন পূর্বাঞ্চল এবং বাংলার হয়ে দুর্দান্ত বোলিং করে সাড়া জাগিয়ে দিয়েছেন চলতি ঘরোয়া ক্রিকেটে।
-
নভদীপ সাইনি : হরিয়ানার ডানহাতি পেসারের বেস প্রাইস ১০ লক্ষ টাকা দিয়েই তাকে কিনেছে দিল্লি ডেয়ারডেভিলস। নিলামের দ্বিতীয় রাউন্ডে নভদীপকে কিনে নেয় দিল্লি। অস্ট্রেলিয়ার সঙ্গে প্রস্তুতি ম্যাচে ভারতীয় এ দলের হয়ে দুই ইনিংসে ৩টি উইকেট নেন সাইনি।
-
রাহুল চাহর : এবারে রাহুল চাহর প্রথম আইপিএল খেলবে রাইজিং পুণের হয়ে। ১০ লক্ষ টাকার বেস দামে বিক্রি হয়েছে রাজস্থানের স্পিনার রাহুল চাহর।
-
রিঙ্কু সিংহ : উত্তর প্রদেশের বাঁহাতি ব্যাটসম্যান রিঙ্কু সিংহকে ১০ লক্ষ টাকায় কেনে কিঙ্গস ইলেভেন পাঞ্জাব।