ক্রিকেটার মিচেল জনসনের বর্ণাঢ্য ক্যারিয়ার
আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনের খ্যাতিমান ক্রিকেটার মিচেল জনসনের বর্ণাঢ্য ক্যারিয়ার নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
আগ্রাসনই ছিল জনসনের শেষ কথা। ১৫৩টি একদিনের ম্যাচে ২৩৯টি উইকেট নিয়েছেন। গড় ২৫.৩। তিনি গড়ে ঘণ্টায় ১৪০ কি. মি. গতির কাছে বশ্যতা স্বীকার করেছেন তুখোড় ব্যাটসম্যানরা।
-
টেস্টেও তার পেস আর সুইং কাঁপিয়েছে ব্যাটসম্যানদের। ৭৩টি টেস্টে ৩১৩টি উইকেটের মালিক জনসন। গড় ২৮.৪। লেফট আর্ম ওভার দ্য উইকেট ধেয়ে আসত বিষাক্ত ছোবল।
-
ডিসেম্বর, ২০০৫-এ একদিনের ক্রিকেটে অভিষেক। সপ্তম ম্যাচে ভারতের বিরুদ্ধে ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৪ উইকেট নিয়ে সকলের নজরে আসেন। শিকারের তালিকায় সচীন টেন্ডুলকর, রাহুল দ্রাবিড় এবং যুবরাজ সিংয়ের মতো ব্যাটসম্যান ছিলেন।
-
২০১৩-১৪ সাল ছিল ক্যারিয়ারের সম্ভবত সেরা সময়। ২০১৪ সালের একইসঙ্গে আইসিসি ক্রিকেটার অফ দ্য ইয়ার এবং টেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার।
-
১৯৮১ সালের ২ নভেম্বর অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে জন্ম। স্ত্রী জেসিকা একাধারে মডেল ও কারাটে-তে ব্লাক বেল্ট। একমাত্র মেয়ে রুবিকা অ্যান-এর জন্ম ২০১২ সালে।
-
ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতিতে ‘মিসাইল’ ধেয়ে আসত হামেশাই। অথচ, এই মিচেল জনসনই ক্রিকেট খেলা শুরু করেন তার ১৭ বছর বয়সে।
-
ছোটবেলা থেকেই টেনিস ছিল মিচেল জনসনের প্রথম প্রেম। পিট সাম্প্রাসকে আদর্শ করে এগিয়ে যাচ্ছিল টেনিস ক্যারিয়ার। কিন্তু ব্রিসবেনে টেনিস ক্যাম্পে আসার পরেই ইতি টানেন টেনিসে। শুরু হয় ক্রিকেট।
-
মিচেলের ব্যাট হাতে টেস্টে ১১টি হাফ সেঞ্চুরির সঙ্গে রয়েছে একটি সেঞ্চুরিও। একদিনের ক্রিকেটে রয়েছে দু’টি অর্ধশতরান। তার ব্যাট থেকে বেরিয়েছে একাধিক ছোট অথচ ঝোড়ো ইনিংস।
-
পারথ-এর ওয়াকায় শেষ টেস্টে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৩টি উইকেট নিয়েছেন মিচেল। শেষ ইনিংসে করেছেন ২৯ রান। তবে শেষ ম্যাচ পর্যন্ত গতি ছিল অটুট।
-
মিচেল জনসনের বিতর্কও এসেছে ক্যারিয়ারে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ভারতের বিরুদ্ধে দল থেকে বাদ দেওয়া হয়। প্রায় একবছর জাতীয় দলের বাইরে ছিলেন। ফিরে আসেন স্বমহিমায়।