ক্রিকেটের নজরকাড়া ৫ স্লেজিং
ক্রিকেট ইতিহাসের নজরকাড়া ৫ স্লেজিং নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের ব্যাটসম্যান জস বাটলারকে আম্পায়ারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে যখন বাংলাদেশ আউট করে, তখন পুরো টিম উল্লাসে ফেটে পড়ে। বাংলাদেশের খেলোয়াড়দের এমন ‘বুনো’ উল্লাস পছন্দ হয়নি জস বাটলারের। মাঠেই বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি।
-
মিয়াঁদাদ ও মার্ভ হিউজ : অস্ট্রেলিয়া পাকিস্তানের খেলা ব্যাটসম্যান মিয়াঁদাদ বোলার মার্ভ হিউজকে দেখে বললেন ‘মোটা বাস কন্ডাক্টর’। কিন্তু কোন কিছু বললেন না হিউজ। একটু পর হিউজের বলে আউট হয়ে ফিরে যাচ্ছেন মিয়াঁদাদ। পাশ থেকে হিউজের টিপ্পনি, ‘টিকিট প্লিজ’।
-
শচীন ও কাদির : শচীন সেদিন দুর্দান্ত খেলছিলেন, মুশ্তাক আহমেদের এক ওভারে দুইটি ছক্কা মারল,তা দেখে কাদির শচিনকে বলল, পিচ্চি তুমি বাচ্চা বোলারকে (মুশতাক আহমদ) কেনো মারছ? পারলে আমার বলে মারো! টেন্ডুলকার নিশ্চুপ থাকলেন,কিন্তু ফলাফল দেখা গেল ওভার শেষে ৬,০,৪,৬,৬,৬, চার ছক্কাসহ কাদিরের ওই ওভারে ২৮ রান!
-
শেন ওয়ার্ন ও সৌরভ গাঙ্গুলী : ভারতের মাটিতে ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ হচ্ছে! শচীন-গাঙ্গুলী ওপেনিং জুটি ব্যাটিং করছে অনেকক্ষণ ধরে। একসময় শেন ওয়ার্নের বোলিং-এ গাঙ্গুলী বেশ কয়েকটা বল টাইটভাবে ডিফেন্স করলো! ওয়ার্ন সামনে হেঁটে গিয়ে গাঙ্গলীকে বললো, ‘শোনো, এই বিশাল সমর্থকরা পয়সা কেটে মাঠে এসেছে শচীনের সুপার শটগুলা দেখার জন্য, তোমার ডিফেন্স করা দেখতে নয়!’
-
সুনীল গাভাস্কার ও ভিভ রিচার্ডস : আশির দশকের শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজ-ভারত টেস্ট ম্যাচ। সুনীল গাভাস্কার হঠাৎ করেই ওপেনিংয়ে না নেমে চার নম্বরে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন এবং স্কোরবোর্ডে কোনো রান না তুলেই সাজঘরে ফিরলেন গাভাস্কার তা দেখে ভিভ রিচার্ডস বললেন ‘ম্যান...তুমি যে পজিশনেই মাঠে নাম না কেন স্কোরবোর্ড শূন্যই থেকে যায়।’