বিদায়ী বছরের সেরা ৮ ক্রিকেট বিতর্ক
ক্রিকেটকে ‘জেন্টলম্যান স্পোর্টস’ বা ‘ভদ্রলোকের খেলা’ বলা হলেও এতে কিন্তু নোংরামির শেষ নেই। ২০১৬ সালে ক্রিকেট অঙ্গনে ঘটেছে কিছু বিতর্কিত ঘটনা।এমন কিছু বিতর্ক নিয়ে সাজানো এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
ফ্যাফ দুপ্লেসিস : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হবার্ট টেস্টে বল বিকৃতির অভিযোগ ওঠে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ দুপ্লেসিসের বিরুদ্ধে। তিনি এই অভিযোগ অস্বীকার করলেও জরিমানা হিসাবে ম্যাচ ফি কাটা হয়।
-
বিরাট কোহালি : ফ্যাফ ডুপ্লেসিসের মতো, বিরাট কোহালির বিরুদ্ধেও বল বিকৃতির অভিযোগ উঠে। একটি ব্রিটিশ সংবাদপত্র এই অভিযোগ তোলে। যদিও বিপক্ষ ইংল্যান্ড খেলার মাঠে এই বিষয় নিয়ে কোনও অভিযোগ করেনি।
-
ড্যারেন সামি : ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের সঙ্গে বেশ কিছু দিন ধরে মান অভিমানের খেলা চলে আসছে টিমের সঙ্গে। সেটা আরও বেশি ভাবে প্রকাশ্যে আসে কলকাতায় টি২০ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর। সাংবাদিক বৈঠকে অধিনায়ক ড্যারেন সামি বলেন, ‘আমাদের অনেক সমস্যা রয়েছে।
-
হর্ষ ভোগলে : এই বছরে মাঠের বাইরে বড়সড় বিতর্কের মধ্যে অন্যতম ছিল হর্ষ ভোগলেকে নিয়ে জলঘোলা। ২০১৬ আইপিএলে ধারাভাষ্যকার থেকে বাদ দেওয়া হয় আইপিএলের শুরু থেকে যুক্ত হর্ষ ভোগলেকে। এবারের আইপিএলে নিলামের সময়েও তিনি ধারাভাষ্য করেছিলেন।
-
ক্রিস গেইল : ব্যাটে ঝড় তোলেন। কিন্তু অশ্লীল মন্তব্যে করে বিতর্কের ঝড় তুলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল। বিগ ব্যাস টুর্নামেন্টের একটি ম্যাচ শেষে সাংবাদিক মেল ম্যাকলাফলিনের প্রশ্নে অশ্লীল মন্তব্য করে বসেন। এই নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়ে যায় ক্রিকেট মহলে।
-
বাংলাদেশি পেসার তাসকিন আহমেদের হাতে ধোনির কাটা মণ্ডুর একটি ফোটোশপের কারুকার্য করা ছবি রীতিমতো চমকে দিয়েছিল ক্রিকেট প্রেমীদের।
-
সৌরভ-শাস্ত্রী : ভারতীয় ক্রিকেট টিমের কোচ নির্বাচনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রবি শাস্ত্রী। অনিল কুম্বলে কোচ হিসাবে নিয়োগ হওয়ার আগে টিম ডিরেক্টর পদ সামলাচ্ছিলেন রবি শাস্ত্রী। কোচ নিয়োগে অন্যতম দাবিদারও ছিলেন তিনি।
-
লোঢা বনাম ঠাকুর : বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরের সঙ্গে লোঢা কমিটির বিতর্ক এ বছরে সবচেয়ে উল্লেখযোগ্য। ভারতীয় ক্রিকেট প্রশাসনকে ঢেলে সাজানোর জন্য লোধা কমিটিকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।