বিশ্বসেরা দশ ধনী ফুটবল তারকা
বিশ্ববিখ্যাত অনেক তারকা ফুটবলার খেলেই বিত্তশালী হয়েছেন। এদের ভক্তরা তাদের প্রিয় ফুটবলারদের সম্পদের খবর জানার জন্য কৌতূহলী রয়েছেন। সবচেয়ে ধনী দশ ফুটবল তারকাদের নিয়ে এই অ্যালবাম।
-
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো : বিশ্ববিখ্যাত এই তারকা ফুটবলার বছরে ২৩০ মিলিয়ন ডলার করেন। বিশ্বের এক নম্বর ধনী এই ফুটবলার স্পেনের ‘রিয়েল মাদ্রিদ’ ক্লাবে খেলছেন।
-
নেইমার : স্পেনের ক্লাব বার্সেলোনার আরও একজন অন্যতম স্ট্রাইকার নেইমার। তিনি বিশ্বের তিন নম্বর ধনী ফুটবলার। বছরে তার আনুমানিক আয় ১৪৮ মিলিয়ন ডলার।
-
ইব্রাহিমোভিচ : এই ফুটবল তারকা বছরের আনুমানিক ১১৪ মিলিয়ন ডলার আয় করেন। ইব্রাহিমোভিচ বিশ্বের চার নম্বর ধনী ফুটবলার। তিনি ফ্রান্সের প্যারিস ‘সাঁ জাঁ’ ক্লাবের অন্যতম তারকা ফুটবলার।
-
ওয়েন রুনি : ব্রিটিশ ফুটবল ক্লাব ‘ম্যাঞ্চেস্টার ইউনাইটেড’ এর অন্যতম তারকা ফুটবলার বছরে ১১২ মিলিয়ন ডলার আয় করেন। তিনি বিশ্বের পাঁচ নম্বর ধনী ফুটবলার।
-
কাকা: মার্কিন ক্লাব ‘ওর্ল্যান্ডো সিটির’ অন্যতম সদস্য এই ব্রাজিলীয় এই তারকা ফুটবলার বছরে আনুমানিক ১০৫ মিলিয়ন ডলার আয় করেন। বিশ্বের সেরা দশ ধনী ফুটবলারের তালিকায় তার নাম ছয় নম্বরে রয়েছে।
-
স্যামুয়েল এটো : তুরস্কের ক্লাব ‘আন্তালিয়াস্পোরের’ সদস্য আফ্রিকার এই ফুটবল তারকা বছরে আনুমানিক ৯৫ মিলিয়ন ডলার আয় করেন। বিশ্বের সেরা দশ ধনী ফুটবলারের তালিকায় তার নাম সাত নম্বর স্থানে রয়েছে।
-
রাউল : স্পেনের এই ফুটবলার মার্কিন ক্লাব ‘কসমসের’ অন্যতম তারকা। তার বছরে আনুমানিক আয় ৯৩ মিলিয়ন ডলার। বিশ্বের সেরা দশ ধনী ফুটবলারের তালিকার আট নম্বরে রয়েছেন তিনি।
-
রোনান্ডিনহো : ব্রাজিলীয় এই তারকা বর্তমানে মেক্সিকোর ‘কোয়েরেতারো’ ক্লাবে খেলছেন। বছরে তার আনুমানিক আয় ৯০.৫ মিলিয়ন ডলার। বিশ্বের সেরা দশ ধনী ফুটবলারের তালিকার নয় নম্বরে রয়েছেন তিনি।