অস্ট্রেলিয়ার ওয়ানডে দলের বর্ষসেরা ক্রিকেটাররা
বিরাটকে কোহলিকে কয়েকদিন আগে আইসিসি তাদের বেছে নেওয়া বর্ষসেরা ওয়ানডে দলের অধিনায়ক করেছিল। তবে ওয়ানডে দলে রাখলেও টেস্ট দলে বিরাটকে রাখেনি আইসিসি। ক্রিকেট অস্ট্রেলিয়া কিন্তু হাঁটল একেবারে উল্টো পথে। এক নজরে দেখে নেওয়া যাক কারা সুযোগ পেলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা ওয়ানডে দলে।
-
বিরাট কোহালি : ক্রিকেট অস্ট্রেলিয়ার বেছে নেওয়া দলের অধিনায়ক। চলতি বছর ১০টি ম্যাচে ৭৩৯ রান করেছেন বিরাট। গড় ৯২.৩৭।
-
ডেভিড ওয়ার্নার : দলের ওপেনার। চলতি বছর বিধ্বংসী ফর্মে রয়েছেন এই অজি ওপেনার। করেছেন সাতটি সেঞ্চুরি। আরও দুটি ক্ষেত্রে ৯৮ এবং ৯৩ করে সেঞ্চুরি মিস করেছেন।
-
কুইন্টন ডি কক : ওয়ার্নারের সঙ্গী দক্ষিণ আফ্রিকার মারকুটে উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন। তিনটি সেঞ্চুরি করেছেন চলতি বছর। এর মধ্যে সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১৩ বলে ১৭৮ রানের ইনিংসটি বিশেষভাবে উল্লেখযোগ্য।
-
স্টিভ স্মিথ : চলতি বছর ২৬টি ওয়ানডেতে ১১৫৪ রান করেছেন এই অজি মিডল অর্ডার ব্যাটসম্যান। গড় ৫০.১৭। শতরান করেছেন তিন বার।
-
বাবর আজম : যত দিন যাচ্ছে ততই যেন ভয়ঙ্কর হয়ে উঠছেন এই পাক মিডল অর্ডার ব্যাটসম্যান। শেষ তিনটি ওয়ানডেতেই সেঞ্চুরি করেছেন তিনি। ১১টি ম্যাচে তিনটি সেঞ্চুরি এবং দুটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি।
-
মিচেল মার্শ : মিডল অর্ডারে দলকে বহু বার ভরসা যুগিয়েছে মিচেল মার্শের ব্যাট। বল হাতেও সমান কার্যকরী তিনি। একটি সেঞ্চুরি এবং ছয়টি হাফ সেঞ্চুরির পাশাপাশি ২১টি উইকেটও নিয়েছেন তিনি।
-
জস বাটলার : মিডল অর্ডারে ইংল্যান্ডের অন্যতম ভরসা বাটলার ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে নজর কেড়েছেন। ১৩ ইনিংসে চারটি হেফ সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি করেছেন তিনি।
-
জসপ্রিত বুমরাহ : ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা দলের দ্বিতীয় ভারতীয়। চলতি বছর আন্তর্জাতিক ওয়ান ডে-তে অভিষেক করা এই পেসার আট ম্যাচে ১৭টি উইকেট নিয়েছেন তিনি। ৪ উইকেট নিয়েছেন দুবার।
-
ইমরান তাহির : চলতি বছর ১৫টি ম্যাচে ২৭ উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই লেগ স্পিনার।
-
জন হেস্টিংস : দলের চতুর্থ অস্ট্রেলীয়। চলতি বছরের ১৫টি ম্যাচে মাত্র দুটিতে উইকেটবিহীন থেকেছেন হেস্টিংস। নিয়েছেন মোট ২৯টি উইকেট।
-
মিচেল স্টার্ক : দলের পঞ্চম অস্ট্রেলীয় এই বাঁহাতি পেসার। চলতি বছর ১৩ ম্যাচে ২৬ উইকেট নিয়েছেন তিনি।