আইসিসির বর্ষসেরা টেস্ট দলের ক্রিকেটাররা
আইসিসির বর্ষসেরা টেস্ট দল থেকে বাদ পড়েছেন বিরাট কোহালি। ফর্মের শিখরে থাকা ভারতীয় টেস্ট অধিনায়কের বাদ পড়া নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। কেউ বলছেন, এটা ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার ‘ঐতিহাসিক ভুল’। এক নজরে দেখে নেওয়া যাক আইসিসির বর্ষসেরা একাদশের মহারথীদের।
-
ডেভিড ওয়ার্নার : দলের ওপেনার এই অজি তারকাকে নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই। অস্ট্রেলিয়া ব্যর্থ হলেও তার ছাপ কখনোই পড়েনি ওয়ার্নারের ব্যাটিংয়ে।
-
অ্যালিস্টার কুক : বিতর্কের প্রথম মুখ। যে পর্বের পারফরম্যান্সকে গুরুত্ব দিয়েছেন নির্বাচকরা, সেই পর্বে একটি ডাবল সেঞ্চুরি এবং একটি মাত্র সেঞ্চুরি রয়েছে কুকের। বাংলাদেশ এবং ভারত সফরে ভরাডুবির পরও দলের অধিনায়কও তিনিই।
-
কেন উইলিয়ামসন : তিন নম্বরে রয়েছেন কিউয়ি উইলিয়ামসন। এই পর্যায়ে ১১টি ম্যাচে ৭৪.৬২-এর গড়ে ১১৯৪ রান করেছেন তিনি। সেঞ্চুরি করেছেন ৪টি।
-
জো রুট : শেষ এক বছর স্বপ্নের ফর্মে রয়েছেন এই ব্রিটিশ ব্যাটসম্যান। ভারতের বিরুদ্ধেও দুর্দান্ত খেলেছেন তিনি। ১৪ ম্যাচে ১২৭২ রান করেছেন তিনি।
-
অ্যাডাম ভোজেস : বিতর্কের দ্বিতীয় মুখ। গত বছরের মাঝামাঝি টেস্ট অভিষেক করা এই অজি মিডল অর্ডার ব্যাটসম্যান নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দুর্দান্ত ফর্মে থাকলেও পরবর্তী সাত মাস তার ব্যাটে ছিল রানের খরা। এর মধ্যে একটি অর্ধশতরানও করতে পারেননি অ্যাডাম ভোজেস।
-
জনি বেয়ারস্টো : আরো এক ব্রিটিশ ক্রিকেটার জায়গা করে নিয়েছে আইসিসির তৈরি বর্ষসেরা টেস্ট তালিকায়। শেষ এগারো মাসে কোনও সেঞ্চুরির মুখ না দেখলেও ব্যাট হাতে লোয়ার মিডল অর্ডারকে ভরসা জুগিয়েছেন তিনি। ভারতের বিরুদ্ধে সিরিজেও ছিলেন দুর্দান্ত ফর্মে।
-
বেন স্টোকস : সম্প্রতি ভারত সফরে একটি শতরান এবং অর্ধশতরান ছাড়া উল্লেখযোগ্য রান নেই এই ব্রিটিশ অলরাউন্ডারের। তবে চলতি বছরের শুরুতেই ২৫৮ রানের একটি দুর্দান্ত ইনিংস রয়েছে তার।
-
রবিচন্দ্রন অশ্বিন : আইসিসির বর্ষসেরা পুরস্কার মঞ্চে নিজেই স্বীকার করেছেন ২০১৬ সাল সবচেয়ে স্পেশাল তার কাছে। আইসিসির বর্ষসেরা ক্রিকেটার এবং টেস্ট ক্রিকেটারে সম্মান পেলেন এ বছরে। ব্যাটে ও বলে সমান দক্ষতা দেখিয়েছেন তিনি।
-
রঙ্গনা হেরাথ : ১৭ বছর ধরে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট খেলছেন শ্রীলংকার বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ। দুরন্ত পারফরম্যান্সে জায়গা করে নিয়েছেন এ বারের আইসিসি টেস্ট ক্রিকেট দলে। এ বছরে ৫৪টি উইকেট রয়েছে তার ঝুলিতে। নভেম্বরে জিম্বাবোয়ের বিরুদ্ধে এক ইনিংসে ৮ উইকেট নেন হেরাথ।
-
মিচেল স্টার্ক : অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক চলতি বছরে ৪৫টি উইকেট নিয়েছেন। আইসিসির টেস্ট ক্রিকেট দলে বোলিং ডিপার্টমেন্ট জায়গা করে নিয়েছেন ২৬ বছর বয়সী এই বোলার।
-
ডেল স্টেইন : দক্ষিণ আফ্রিকান পেসার মাত্র ১৯টি উইকেট নিয়েছেন এই সময়ের মধ্যে। তুলনায় অনেক বেশি ফর্মে থাকা তার স্বদেশীয় কাগিসো রাবাদা বাদ পড়েছেন।
-
স্টিভ স্মিথ : অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভ স্মিথের তিনটি শতরান এবং ৫টি অর্ধশতরান রয়েছে এ বছরে। তবুও আইসিসির টেস্ট দলে ১২ নম্বর স্থানে জায়গা পেয়েছেন।