লড়াই করে হেরেছে বাংলাদেশ
এবারের নিউজিল্যান্ড সফরের শুরুতে কঠিন চাপে ছিল বাংলাদেশ। বাংলাদেশ-নিউজিল্যান্ডের ক্রিকেট ম্যাচের ছবি নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড নিউজিল্যান্ডের। তারপরেও ম্যাটি ছিল দারুণ উত্তেজনাপূর্ণ। সব মিলে সিরিজের প্রথম ওয়ানডেতে ৭৭ রানের হেরে গেছে মাশরাফি বিন মর্তুজার দল।
-
ব্যাট হাতে ভালোই এগোচ্ছিলেন সাকিব আল হাসান। তুলে নিয়েছিলেন ফিফটিও। কিন্তু খুব বেশি দূর যেতে পারলেন না। ওয়ানডে ক্যারিয়ারের ৩২তম ফিফটি করেই সাজঘরে ফিরলেন তিনি।
-
শুরুতেই সাজঘরে ফিরলেন ইমরুল। হ্যাগলি ওভালে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪১ রানের বিশাল সংগ্রহ করেছে স্বাগতিক নিউজিল্যান্ড।
-
তামিম করেছেন ৩৮ রান। তার থেকে আরো কিছু প্রত্যাশা ছিল।
-
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে জিততে হলে বাংলাদেশকে রেকর্ড গড়েই জিততে হতো। সাকিবরা সে প্রত্যয়েই খেলেছে। কিন্তু লক্ষ্যে পৌঁছতে পারেনি।