ক্রিকেটের আলোচিত ছক্কার ৭ তারকা
বিশ্বক্রিকেট অঙ্গনের আলোচিত ছক্কার ৭ তারকা নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদিকে ‘কিং অব সিক্স’ বা ‘ছক্কার রাজা’ বলা হয়ে থাকে। তিনি ২০১৩ সালের ১৭ মার্চ রায়ান ম্যাকলার্নের নো বলে সবচেয়ে বড় ছক্কা মেরেছিনে।
-
ক্রিকেট অঙ্গনের স্টাইলিশ ব্যাটসম্যান হিসেবে খ্যাত যুবরাজ সিং ২০০৭ সালের ২২ সেপ্টেম্বর ডারাবনে অনুষ্ঠিত একটি ম্যাচে সবচেয়ে বড় ছক্কা মেরেছিলেন।
-
পাক ক্রিকেটার শহিদ আফ্রিদি ক্রিকেট ইতিহাসের আলোচিত ছক্কা মারার তৃতীয় স্থানও দখল করেছেন। ছক্কার রাজা খ্যাত এই ক্রিকেটার ২০০৫ সালের ৩০জানুয়ারি পাকিস্তান অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত ম্যাচে আলোচিত আরো একটি ছক্কা মেরেছিলেন।
-
মার্ক ওয়াহ ১৯৯৭ সালের ২১ নভেম্বর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত ম্যাচে সবচেয়ে দীর্ঘ ও উঁচু ছক্কা হাকিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন।
-
ক্রিকেট অঙ্গনের তুমুল জনপ্রিয় খেলোয়াড় ক্রিস গেইল তার ক্যারিয়ারে এ যাবত অনেক দীর্ঘ ছক্কা মেরে ক্রিকেটপ্রেমীদের আনন্দ দিয়েছেন।
-
২০১৪ সালে কোরি অ্যান্ডারসন নিউজিল্যান্ড ও ভারতের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে আলোচিত ছক্কা মেরেছিলেন।
-
মাহেন্দ্র সিং ধোনি ২০০৯ সালের ৮ মার্চ ভারত নিউজিল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে আলোচিত ছক্কা মেরেছিলেন।