মোস্তাফিজের জন্য অপেক্ষা
ক্যারিয়ারের স্বল্পতম সময়ের মধ্যে মোস্তাফিজুর রহমান দুর্দান্ত খেলা উপহার দিয়ে তুমুল জনপ্রিয়তা লাভ করেছেন। ইনজুরির কারণে তিনি ক্রিকেট থেকে বর্তমানে দূরে রয়েছেন। তাকে নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
কাটার মাস্টারখ্যাত ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ইনজুরির কারণে ক্রিকেট খেলা থেকে দূরে রয়েছে। কবে আবার খেলায় ফিরবেন মোস্তাফিজ? সেই অপেক্ষায় রয়েছে রয়েছে তার ভক্তরা।
-
ইংল্যান্ড সিরিজের পর ছুটিতে চলে গেছেন চন্ডিকা হাথুরু সিংহেসহ কোচিং স্টাফের অন্যরা। ঢাকায় আছেন শুধু পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। তার ব্যস্ততা মোস্তাফিজুর রহমানকে নিয়ে।
-
ইংল্যান্ডে কাঁধের অস্ত্রোপচার করিয়ে এসে এখন পুনর্বাসন প্রক্রিয়ার শেষ ভাগে আছেন বাঁহাতি এই পেসার। চার-পাঁচ দিন হলো মিরপুরের ইনডোরে বোলিং শুরু করেছেন মোস্তাফিজ।
-
মোস্তাফিজের পুরো রানআপ এবং পুরো শক্তিতে বল করতে আরো সময় লাগবে।
-
মোস্তাফিজের অবস্থার উন্নতির কথা বলতে গিয়ে কাল ওয়ালশই জানালেন, ‘ওর কাঁধে এখনো একটু আড়ষ্টতা আছে, তবে সেটা বড় কোনো সমস্যা নয়। এখন পর্যন্ত বেশ ভালোই উন্নতি হয়েছে তার।’
-
ইনডোরের নেটে এখন পর্যন্ত এক দিন বিরতি দিয়ে দিয়ে বোলিং করেছেন মোস্তাফিজ।