বিপিএল হোক তাদের ফেরার মঞ্চ
শুরু হয়ে গেল ধুমধারাক্কা বিপিএল ফ্রেঞ্চাইজিগুলো তাদের পছন্দ মত দেশি বিদেশি খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে। তবে সবসময়ের মতই বিপিএলের মূল আকর্ষণ থাকবে দেশি খেলোয়াড়দের উপর। দেশি খেলোয়াড়দের মধ্যে যারা নিজেদের হারিয়ে ফিরতে মরিয়া তাদের নিয়ে এই গ্যালারি।
-
নাসির হোসাইনঃ ক্রিকেটে বাংলাদেশ দলের সেরা ফিল্ডার বলা হয় অলরাউন্ডার নাসির হোসাইনকে। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার পাশাপাশি বল হাতেও সফল তিনি। কিন্তু কোন এক অদ্ভুত কারণে বরাবরেই একাদ্বশের বাইরে নাসির।
-
সৌম্য সরকারঃ ২০১৪-১৫ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লীগে ঢাকা প্রিমিয়ার লীগের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। সেখান থেকেই জাতীয় দলে জায়াগা পেয়েছিলেন তিনি। তবে হঠাৎ যেন হারিয়ে গেলেন সৌম্য।
-
আনামুল হক বিজয়ঃ টাইগারদের ওয়ানডে ও টি টুয়েন্টি দলে এক সময় নিয়মিত সদস্য ছিলেন উইকেট রক্ষক ব্যাটসম্যান আনামুল হক বিজয়। কিন্তু ২০১৫ সালের বিশ্বকাপে ইনজুরিতে পরার পর আর নিয়মিত হতে পারছেন না বিজয়।
-
লিটন কুমার দাসঃ দেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করার জন্য খ্যাত লিটন কুমার দাস। ঘরোয়া লীগে নিয়মিত রান করে জাতীয় দলেও সুযোগ পেয়েছিলেন লিটন। কিন্তু জাতীয় দলে বেশিদিন স্থায়ী হতে পারেননি তিনি। তবে কি বিপিএল দিয়ে দলে ফিরতে পারবে লিটন কুমার।
-
মমিনুল হকঃ বাংলাদেশের ক্রিকেটে মমিনুল হকের পরিচয় একজন টেস্ট ব্যাটসম্যান হিসেবে। এখনো টি-টুয়েন্টি ক্রিকেটে বা ওয়ানডে ফরম্যাটে নিজের জাত চেনাতে পারেননি এই বাঁহাতি।