ক্রিকেটের নতুন নায়ক মিরাজ
বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের নতুন নায়ক মেহেদী হাসান মিরাজ। ১৯ বছরের তরুণ এই ক্রিকেটার টেস্ট ক্রিকেটে নতুন অধ্যায় রচনা করলেন। বাঙালিকে এনে দিলেন ঐতিহাসিক এক জয়। তাকে নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
ক্রিকেটের নয়া বীর মেহেদী হাসান মিরাজের হাত ধরে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়টা এল দুই দিন বাকি থাকতে। ১০৮ রানের বড় ব্যবধান সেটিতে পরিয়ে দিয়েছে গৌরবের সোনালি মুকুট। আনন্দে ভেসেছে দেশ।
-
মাত্র একটা সেশনে ক্রিকেট-স্রষ্টা ইংল্যান্ডের ইনিংস গুঁড়িয়ে দিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মিরাজ। তামিম-সাকিব-মুশফিকদের ১০৮ রানের জয় বিশ্ব-ক্রিকেটকে জানিয়ে দিল টেস্টে বাংলাদেশের দৃপ্ত আগমনী বারতা।
-
বাংলাদেশের ক্রিকেট তারুণ্য এখন মিরাজের প্রশংসায় পঞ্চমুখ। সবার মুখেই এখন স্তুতি বচন চলছে। বিশ্ব ক্রিকেট অঙ্গনেও মিরাজকে নিয়ে চলছে তুমুল আলোচনা।
-
মিরপুর টেস্টের অনবদ্য জয়ে যেমন দ্যুতি ছড়াচ্ছেন মেহেদী হাসান মিরাজ। দুই ইনিংসেই ৬ উইকেট করে নিয়ে তরুণ এই অফ স্পিনার ম্যান অব দ্য ম্যাচ তো বটেই, চট্টগ্রাম টেস্টের ৭ উইকেটসহ মোট ১৯ উইকেট নিয়ে ম্যান অব দ্য সিরিজও।
-
কাল চা-বিরতির পর এক সেশনেই ইংল্যান্ডের ১০ উইকেট উপড়ে ফেলার তিনিই মূল নায়ক। এই সেশনের প্রথম বলেই বেন ডাকেটের স্টাম্প ভেঙে দেন মেহেদী।
-
মিরাজের বাড়ি খুলনার খালিশপুরে এখন চলছে আনন্দ উল্লাশ। তার ক্রিকেট নৈপুণ্যে সবাই বিস্মিত।
-
মিরাজের এই সাফল্যে যেন ধারাবাহিকতা থাকে এমন প্রত্যাশা করছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।
-
বল হাতে হাস্যোজ্জ্বল মিরাজ। তার এই হাসির মাঝে বিশ্ব জয় করার আনন্দ মিশে রয়েছে।