মিরাজের আঘাতে কুপোকাত ইংল্যান্ড
মিরাজের আঘাতে কেঁপে ওঠে ইংল্যান্ড। প্রথম একটা উইকেট যখন পড়ল, পরপর পড়ে গেল সবগুলো! ২৭৩ রানের লক্ষ্যে খেলতে নেমেছিলো ইংল্যান্ড।
-
মিরাজের আঘাতে কেঁপে ওঠে ইংল্যান্ড। প্রথম একটা উইকেট যখন পড়ল, পরপর পড়ে গেল সবগুলো! ২৭৩ রানের লক্ষ্যে খেলতে নেমেছিলো ইংল্যান্ড।
-
একটা উইকেট পড়লেই ছন্দ যে কেটে যেত, সেটা বোঝা গেল চা বিরতির পর করা বাংলাদেশের দুই ওভারের প্রথম দুই বলে। প্রথমে মিরাজ, এরপর সাকিব আল হাসান।
-
৬৬ বছরের বেশি সময় ধরে একটা রেকর্ড তিনি নিজের করে রেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ডান হাতি অফ স্পিনার সনি রামদিন। এবার তাকে ছুঁয়ে ফেললেন বাংলাদেশের নবাগত অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ।
-
রামদিনই এতদিন অবধি একমাত্র অফ স্পিনার ছিলেন যিনি ক্যারিয়ারের প্রথম দুই টেস্টের মধ্যেই দু’বার পাঁচটি করে উইকেট পেয়েছিলেন। এতদিন পর এসে এই তালিকায় যোগ হলেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ।
-
গ্যালারিতে জয়ের আনন্দে ভাসছে টাইগার ভক্তরা।