ব্যাটে ঝড় তুলেছে বাংলাদেশ
আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরুটা দেখে শুনেই করেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। দুজনে মিলে গড়েন ৬৫ রানের জুটি। তাদের এই জুটি ভাঙেন এই টেস্ট দিয়ে অভিষেক ঘটা জাফর আনসারি।
-
দুই ওপেনার তামিম-ইমরুল মিলে দ্বিতীয় ইনিংসে ভালোই সূচনা এনে দিলেন বাংলাদেশকে। ইংল্যান্ডের নেয়া ২৪ রানের লিড শুধু পারই হননি। দ্রুত বাংলাদেশকেও লিড এনে দিলেন তারা।
-
অন্তত ৪০-৫০ রানের লিডের স্বপ্ন ছিল। সেই স্বপ্ন সম্ভবের দ্বারপ্রান্তেও চলে গিয়েছিল বাংলাদেশ; কিন্তু ইংল্যান্ডের লেট অর্ডারে দুই ব্যাটসম্যান আদিল রশিদ আর ক্রিস ওকস সেই স্বপ্ন ভেঙে খান খান করে দিলো।
-
ইংলিশদের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে লিড নিয়েছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০০ রান।
-
টাইগারদের লিড বেড়ে দাঁড়িয়েছে ৭৬ রান। ইমরুল কায়েস ২৮ আর মাহমুদুল্লাহ রিয়াদ ২৬ রানে ব্যাট করছেন।
-
সফরকারীদের থেকে ২৪ রানে পিছিয়ে থেকে টাইগারদের হয়ে ব্যাটিং শুরু করেন গত ইনিংসের সেঞ্চুরিয়ান তামিম ইকবাল এবং ইমরুল কায়েস। ইনিংসের ১৩তম ওভারে তামিমের বিদায় বাংলাদেশের প্রথম উইকেটের পতন ঘটে।