পকেট ডায়নামো মমিনুলের পথচলা
মমিনুল হক, ডাক নাম সৌরভ জন্ম: ২৯ সেপ্টেম্বর, ১৯৯১ সমুদ্র উপকূলীয় জেলা শহর কক্সবাজারে। বামহাঁতি এই ব্যাটসম্যান বাংলাদেশ জাতীয় ক্রিকেটে টেস্ট দলের অন্যতম একজন সদস্য। গড়নে ছোট হলেও অধিনায়কের অন্যতম অস্ত্র এই পকেট ডায়নামো।
-
২০১৩ সালের ৮ মার্চ শ্রীলঙ্কার গলে টেস্টে অভিষিক্ত হন তিনি। অভিষেকেই অর্ধ-শতক (৫৫ রান) করেন ও সিরিজে ৫২.০০গড়ে ১৫৬ রান সংগ্রহ করেন মমিনুল ।
-
ইনিংসে সর্বাধিকসংখ্যক ২৭টি বাউন্ডারি বা চার মারার রেকর্ড এই পকেট ডায়নামোর। এর আগে ২৪টি চারের রেকর্ড ছিল মোহাম্মদ আশরাফুলের।
-
উইজডেন ইন্ডিয়ার ২০১৫ সালের সেরা ৬ জন ক্রিকেটারের মধ্যে একমাত্র বাংলাদেশি হিসেবে স্থান পেয়েছিলেন মমিনুল হক।
-
টানা ১০ টেস্টে ৫০’র বেশি রান করে শচীন টেন্ডুলকারের পাশে বসে নতুন এক মাইলফলক স্পর্শ করেন টাইগার ব্যাটসম্যান মমিনুল হক।
-
অষ্টম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্ট বাংলাদেশের হয়ে ১৫০০ রানের মালিক হয়েছেন মমিনুল।