বড় স্বপ্ন দেখিয়ে হঠাৎ ছন্দ পতন
দ্বিতীয় উইকেটে ১৭০ রানের দারুণ এক জুটির পর হঠাৎ ছন্দপতন বাংলাদেশ শিবিরে। মনে হচ্ছিল, ঢাকা টেস্ট ফিরে গেলো চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে। ওই ইনিংসে ২৭ রানের মধ্যে বাংলাদেশ হারিয়েছিল শেষ ৬ উইকেট। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে আজও একই অবস্থা। ১ উইকেটে ১৭১ থেকে বাংলাদেশ অলআউট ২২০ রানে।
-
আঘাত পেয়ে মাঠে পরে আছে মুশফিকুর রহিম। ঠিক মুশফিকের মত ইংল্যান্ডের হঠাৎ ঝড়ে ধরাশায়ী বাংলাদেশ।
-
ব্যক্তিগত ১ রানে ক্রিস ওকসের বলে বেন ডাকেটের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওপেনার ইমরুল কায়েস। এরপর মুমিনুলকে নিয়ে দলের হাল ধরেন তামিম। এই জুটি বড় ইনিংসের স্বপ্ন দেখাচ্ছিল।
-
২০ বল মোকাবেলা করে প্রথম রানের দেখা পাওয়া তামিম ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পায় ১৩৯ বলে ১২ চারের সাহায্যে। শেষ পর্যন্ত ১৪৭ বলে ১০৪ রান সংগ্রহ করে মঈন আলির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন তিনি।
-
তামিমের আউটের পর দ্রুত বিদায় নেন মুমিনুলও। মইন আলির ফুল লেংথ বল পেছনের পায়ে খেলতে গিয়ে ব্যক্তিগত ৬৬ রান করে বোল্ড হয়ে ফিরেন মুমিনুল হক।
-
বেন স্টোকের হঠাৎ এক বাউন্সার আঘাত হানে মুশফিকের মাথায়। পুরো দেশ তখন স্তব্ধ বড় কিছু হয়ে গেল নাতো? মুশফিকের বাবা-মাও তখন গ্যালারিতে অঝোরে কাঁদছে। কিন্তু কিছুক্ষণ পরেই ইশারা করে জানিয়ে দিলেন মুশফিক ঠিক আছে।