তীরে এসে বাংলাদেশের তরী ভিড়বে না ডুববে!
চতুর্থ ইনিংসে ২৮৬ কিংবা এর বেশি রান তাড়া করে জেতার সেই কীর্তিটাই গড়ার খুব কাছে বাংলাদেশ। কিন্তু খুব দূরেও। রান দরকার ৩৩, কিন্তু উইকেট আছে মাত্র দুটি। দেখা যাক শেষ পর্যন্ত তীরে তরী ভিড়বে না ডুববে?
-
সাব্বির তাকিয়ে আছে ছক্কার দিকে তার সাথে অবাক দৃষ্টিতে দুই ইংলিশও। কিন্তু আগামীকাল ১৭ কোটি বাংলাদেশি তাকিয়ে থাকবে সাব্বির রহমানের দিকে।
-
সাব্বিরের সাথে স্বপ্নের লড়াইয়ে ৫ম দিন মাঠে নামবে তাইজুল। এর আগে ব্যাট হাতে জ্বলে উঠার রেকর্ড তাইজুলের আছে। দেখা যাক তাইজুল কি করতে পারে।
-
বাংলাদেশের জামাই মঈন আলি, আর এই জামাইয়ের একের পর এক আঘাত এদেশের ক্রিকেট অনুরাগীদের চোখের বালিতে পরিণত করেছে।
-
নিজেকে বরাবরই তিন সংস্করণের ক্রিকেটার দাবি করেছিলেন সাব্বির। আর তার প্রমাণ রাখলেন চট্টগ্রামে নিজের অভিষেক টেস্টেই। তাকে ঘিরে স্বপ্ন দেখছে বাংলাদেশ।
-
১৪০ রানের মধ্যে প্রথম সারির পাঁচ উইকেট নেই। শঙ্কা ছিল দুইশত রানের আগেই অলআউট হয়ে যায় কি না বাংলাদেশ! তবে অধিনায়ক মুশফিকুর রহীম আর অভিষিক্ত সাব্বির রহমানের দায়িত্বশীল ব্যাটিংয়ের ওপর ভর করে সে শঙ্কা কাটিয়ে জয়ের স্বপ্নই দেখছিল বাংলাদেশ।