তামিমের ৭৮-এ দ্বিতীয় দিনও বাংলাদেশের
দ্বিতীয় দিন শেষে হাতে ৫ উইকেট রেখে ৭২ রানে পিছিয়ে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষেও ভালো অবস্থানে বাংলাদেশ। কিন্তু আরও ভালো হতেই পারত যদি শেষদিকে মুশফিকুর রহিমের উইকেটটি না হারাত।
-
ইংল্যান্ডের ২৯৩ রানের জবাব দিতে নেমে শুরুতে দেখেশুনেই খেলছিলেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। প্রথম ১০ ওভারে দুটি চার আসে ইমরুলের ব্যাট থেকে। তামিম তখনো বাউন্ডারি মারেননি।
-
মাহমুদউল্লাহর বিদায়ের পর অধিনায়ক মুশফিকুর রহীমের সঙ্গে দারুণ ব্যাটিং করছিলেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। কিন্তু বুড়ো গ্যারেথ ব্যাটির বলে মনসংযোগ ধরে রাখতে পারলেন না তামিম।তবে ঘরের মাঠে টেস্টে ২ হাজার রান পূর্ণ করলেন তামিম ইকবাল।
-
দিনের খেলা শেষ হতে বাকি ছিল আর মাত্র তিন ওভার। এদিকে নিজের হাফ সেঞ্চুরির জন্য দলীয় অধিনায়ক মুশফিকের দরকার ছিল মাত্র ২ রান। দ্বিতীয় দিন শেষ বেলায় এসে চাপ সামলাতে পারলেন না মুশফিকুর রহিম।
-
মুশফিকের আউটের পর নাইটওয়াচম্যান হিসেবে নামানো হলো শফিউল ইসলামকে । তার দায়িত্ব ছিল মাঠ কামড়ে সাকিবের সাথে দিনটি শেষ করা। সফলও হলো শফিউলের মাঠে নামা। এখন দেখার বিষয় ৩য় দিন সাকিব-শফিউল জুটি দলকে কতদুর নিয়ে যেতে পারে।
-
এর আগে দ্বিতীয় দিন প্রথম ঘণ্টা পার হওয়ার আগেই ২৯৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস। অভিষেকে ৬ উইকেট নিয়ে আলো ছড়িয়েছেন অফ স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।