চট্টগ্রামে রিভিউ-রিভিউ খেলা
চট্টগ্রাম টেস্টকে ‘রিভিউময়’ টেস্ট বললেও ভুল হবে না। একের পর এক রিভিউ। আর রিভিউ-এ মিলছে সফলতাও । ক্রিকইনফো সূত্রে, এক ইনিংসে সর্বোচ্চ রিভিউ নেওয়ার রেকর্ডও নাকি হয়ে গেল এই টেস্টে। ১ম ইনিংসের ১০ রিভিউয়ে ৮টিতে সফল ইংল্যান্ড। বাকি দুটিতে বাংলাদেশ।
-
মেহেদী হাসান মিরাজের বলটা গ্যারি ব্যালান্স রক্ষণাত্মক ভঙ্গিতেই খেলতে পরাস্ত হয়ে বল লাগে তার পেছনের পায়ে। বাংলাদেশের জোরালো আবেদনে অবশ্য সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নেন মুশফিক। ফল বাংলাদেশের পক্ষেই আসে। রিভিউয়ে সূচনা এখান থেকেই ।
-
মঈন আলি যেন রিভিউ কপালে একের পর এক রিভিউ তার মুখে হাসি ফুটিয়েছে আর বাংলাদেশের বোলারদের ক্ষেত্রে মাথায় হাত। রিভিউ এর কারণে সাকিব-মেহেদী-তাইজুলের হাত থেকে ফসকে গেছে বেশ কটি উইকেটে।
-
একদিকে যেমন মঈন আলি রিভিউ কপালে অপরদিকে রিভিউ দুর্ভাগা সাকিব আল হাসান। তার বলে তিন-তিনবার কুমারা ধর্মসেনা তর্জনী তুলে মঈনকে আউট ঘোষণা করেন। তিনবারই রিভিউ নিয়েছে ইংল্যান্ড। আর প্রতিবারই ইংলিশ ব্যাটসম্যান নট আউট।
-
দ্বিতীয় দিনের শুরুটাও হয়েছে রিভিউ নিয়েই। মিরাজের বল আদিল দেখেশুনে ছেড়ে দিতে চেয়েছিলেন। সাদা চোখে আউটেই মনে হয়েছে। আম্পায়ারও তর্জনী তুলে দেন। ইংল্যান্ড রিভিউ নেয়। পরে দেখা যায় বলটা লেগ স্টাম্পের বাইরে দিয়ে যেত। পুনরায় জীবন পায় আদিল রশিদ।
-
১০৫.৫ ওভারে মেহেদীর বলটা আলতো করে ব্রডের ব্যাটে ছুঁয়ে সোজা মুশফিকের গ্লাভসে। জোরালো আবেদনে আম্পায়ার সাড়া না পেয়ে আবার রিভিউ নেয় বাংলাদেশ। এবার আর হতাশ হতে হয়নি বাংলাদেশকে।