মিরাজময় বাংলাদেশের প্রথম দিন
বাংলাদেশের হয়ে দিনের শুরুটা করেছিলেন মিরাজ, শেষটাও করলেন তিনিই। বেন ডাকেটকে দিয়ে শুরু, শেষে জনি বেয়ারস্টো। এর মাঝে আরও তিন উইকেট। অনেকটা স্বপ্নের মতই অভিষেক হলো মেহেদী হাসান মিরাজের।
-
নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচটাই কী স্মরণীয় করে রাখার মঞ্চ তৈরি করলেন এই অলরাউন্ডার! যুব ক্রিকেট থেকেই আলোচনা আসা মিরাজ নামে পরিচিত এই ১৮ বছর বয়সী এর আগে আন্তর্জাতিক ওয়ানডে বা টি-টোয়েন্টি কোনোটাই খেলেননি।
-
ইংল্যান্ডের ৭ ব্যাটসম্যানের পাঁচজনই যে তার শিকার। এর অন্তত তিনটি দুর্দান্ত ডেলিভারিতে।
-
নিজের পঞ্চম ও ইনিংসের দশম ওভারে এই টেস্টেই অভিষিক্ত বেন ডাকেটকে যেভাবে বিভ্রান্ত করে বোল্ড করলেন, এর চেয়ে ভালোভাবে খাতা খোলা আর হয় না।
-
মেহেদীর সামনে সুযোগ আছে অভিষেকে ইংল্যান্ডের বিপক্ষে সেরা বোলিং কীর্তির আরও সংক্ষিপ্ত তালিকায় নিজের নাম তুলে আনার। আর একটা উইকেট পেলে মেহেদী হবেন গত ২৯ বছরে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকে ৬ উইকেট নেওয়া মাত্র দ্বিতীয় বোলার।
-
দিন শেষে মিরাজের বোলিং ফিগার ৩৩-৬-৬৪-৫, অর্থাৎ ৬৪ রান দিয়ে ৫ উইকেট। ইংলিশদের বাকি দুই উইকেটের দখল নিলেন আরেক স্পিনার সাকিব আল হাসান।