সাগরিকায় স্পিন স্বর্গ
সাগরিকায় সবসময় স্পিনারদের অধিপত্য আর সেই লক্ষেই ৫ জন স্পিনার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ইতিমধ্যে সফলও হয়েছে বাংলাদেশের স্পিনাররা। ইংল্যান্ডের ৭ উইকেটের ৭টিই নিয়েছে স্পিনাররা।
-
সাকিব : নিজেকে দুর্ভাগাই ভাবতে পারেন সাকিব আল হাসান। তার দুই ওভারের মধ্যে তিন-তিনবার মঈন আলীর বিরুদ্ধে আঙুল তুলেছিলেন আম্পায়ার কুমার ধর্মসেনা। তিনবারই রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। তবে হতাশ করেননি সাকিব ইতিমধ্যে তার স্পিন ভালোই জমেছে।
-
মেহেদী হাসান মিরাজ : মিরাজকে অনেকেই বলেছিলেন সাকিবের ক্লোন, তার আজকের পার্ফমেন্স দেখে মনে হচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডারের আসনটি অনেকদিন বাংলাদেশের দখলে থাকবে। কারণ সাকিবের পরেই আসছে মিরাজ।
-
অ্যালিস্টার কুক : টেস্টে বিশ্বসেরা ব্যাটসম্যান কুক এক নাগারে দুইদিন ব্যাট করা বা হরহামেশায় ২০০ করা তার অভ্যাসে পরিণত হয়েছিল। কিন্তু আজ শুরুতে সাকিবের স্পিনে ধরাশায়ী।
-
বেন ডকেট : একটু ছিতু হতে না হতেই মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ৩৫ বলে ১৪ রান করে ফিরে যাচ্ছেন বেন ডকেট।
-
গ্যারে ব্যালেন্স : গ্যারে ব্যালেন্সকে এলবিডব্লিউ এর ফাঁদে ফেললেন মিরাজ কিন্তু আম্পায়ার আউট দিলেননা। মুশফিকতো নাছোড় বান্দা অবশেষে রিভিউ নিয়ে সফল বাংলাদেশ। ফিরে যাচ্ছেন গ্যারে ব্যালেন্স।