ত্রিরত্নের অভিষেক রাঙিয়ে তুলুক মুশফিকরা
আজ টেস্টে অভিষেক হল নতুন তিন ক্রিকেটারের । আনন্দময় হয়ে উঠুক তাদের টেস্ট জীবন, আনন্দময় হয়ে উঠুক তাদের নতুন পথচলা। বাংলাদেশ পেয়ে যাক নতুন তিন রত্ন। আর এই ত্রিরত্নকে নিয়ে আমাদের এই গ্যালারি।
-
২০০০ সাল থেকে টেস্ট খেলা শুরু করে এখন অবধি ৯৪ টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এই সময়ের মধ্যে অভিষেক হয়ে গেলো মোট ৮১ জন ক্রিকেটারের।
-
মিরাজ : ওয়ানডে দলে যাকে বিবেচনা করা হয়নি সেই মিরাজকে হঠাৎই আনা হয় টেস্ট দলে। এ নিয়ে তর্ক-বিতর্কও কম হয়নি। কিন্তু শুরুতেই জোড়া আঘাত হেনে সামর্থ্যের প্রমাণ রাখলেন এই ১৮ বছর বয়সী এ তরুণ।
-
সাব্বির : সাব্বির রহমানের টি-২০ তে ধারাবাহিক সাফল্য আর চলতি বছর তিন নম্বরে নেমে দুর্দান্ত পারফরম্যান্স । ওয়ানডেতেও সমান ধারাবাহিক ছিলেন তিনি। তাই টেস্টে অভিষেক সময়ের ব্যাপার ছিল মাত্র।
-
কামরুল ইসলাম রাব্বি: ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলের প্রাথমিক দলেও ছিলেন না কামরুল ইসলাম রাব্বি। দল ঘোষণার পর দারুণ হতাশ হয়ে পড়েছিলেন তিনি। তবে বিধাতা তার জন্য রেখেছিলেন আরও বড় কিছু। অভিষেক হয়ে গেল ক্রিকেটের সবচেয়ে সন্মানজনক ফরমেটে।