তরুণ মিরাজেই তুরুপের তাস!
অনেকে মেহেদী হাসান মিরাজের মাঝে দেখেন মাশরাফির নেতৃত্বের ছায়া। তিনি স্বপ্ন দেখেন সাকিব আল হাসানের মত বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হওয়ার। গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে হয়েছেন টুর্নামেন্ট সেরা ক্রিকেটার।
-
ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এবারের দলে বেশ কয়েকজন নতুন মুখ রয়েছেন। স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের অন্তর্ভুক্তি এবারের বড় চমক।
-
মিরাজ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে হয়েছেন সেরা খেলোয়াড়। সামনে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে করেছেন তৃতীয়। সারাদেশেরই ক্রিড়ামোদীদের কাছে সবচেয়ে বড় উদীয়মান তারকা এখন মেহেদী হাসান মিরাজ।
-
মিরাজ মূলত অলরাউন্ডার হলেও দলে সুযোগ পেয়েছেন স্পিনার হিসেবেই। বাংলার ক্রিকেটপ্রেমীদের আশা মিরাজেই হবে বাংলাদেশের স্পিন অ্যাটাকে সাকিবের যোগ্য সঙ্গী।
-
মিরাজের লক্ষ্য ছিল বাংলাদেশ জাতীয় দলের জার্সিটা গায়ে চড়ানো। যুব বিশ্বকাপে তার অলরাউন্ড নৈপুণ্য তাকে সেই সুযোগটার কাছে পৌঁছে দিয়েছে।
-
বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর মতে ‘সন্দেহাতীতভাবে মেহেদি হাসান মিরাজ এখন দেশের এক নম্বর অফস্পিনার।’