শাহরিয়ার নাফীসের আর কত অপেক্ষা!
গত দুই মৌসুমে ব্যাট হাতে নাফীসকে যারা দেখেছেন, তারা বলবেন, এই যেন সেই ২০০৬ সালের শাহরিয়ার নাফীস। বরং তার চেয়েও পরিণত, তার চেয়েও কেতাবী ও সুন্দর সব শটে সাজানো এখন এই ওপেনার।
-
ইংল্যান্ডের বিরুদ্ধে নটিংহ্যাম ম্যাচে যখন নামিয়ে দেয়া হয় তখন তার বয়স ২০ বছর। বাংলাদেশ ক্রিকেটে আশরাফুলের পর এলাম দেখলাম জয় করলামের বড় উদাহরণটা মনে হয় শাহরিয়ার নাফীসই।
-
ক্যান্টাবুরিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭৫ রান করে চিনিয়ে দেন তার জাত। ব্রেট লির করা ১৪৫ কিলোমিটার গতির বলে মারা স্কয়ার ড্রাইভ এখনো ক্রিকেটমোদীদের চোখে জ্বলজ্বল করছে।
-
২০০৬ সালে ওডিআইতে সবচেয়ে বেশি রান সংগ্রহকারীর তালিকায় ছিলেন ৬ নম্বরে। মাত্র ২৮ ইনিংস ব্যাট করে ১০৩৩ রান করেন ৪১.৩২ গড়ে।
-
২০০৬ সালে ওডিআইতে শাহরিয়ার নাফীস ছিলেন আইসিসির বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের ছোট্ট তালিকাতেও।
-
গত ছয়মাসে প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি কতটা ধারাবাহিক ছিলেন তার প্রমাণ তার সর্বশেষ ১৫ টি ইনিংস – ১০, ১৬১, ৯৬, ২৯, ৭৫, ১২, ৫২, ১, ৪৪, ৯, ৬৭, ৮০, ৩৩*, ১৬৮ ও ১৭৪*। তবে কি ফিরছেন শাহরিয়ার নাফীস নাকি আরো অপেক্ষা?