মাহমুদুল্লাহর ব্যাটে বাংলাদেশের ২৩৮
চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে ৮৯ রান না তুলতেই টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে বাংলাদেশ। এরপরে বিপর্যয় কাটিয়ে বাংলাদেশ ভালো খেলা উপহার দেয়।
-
মাহমুদুল্লাহ রিয়াদ : রিয়াদের ব্যাট যেন ধারালো তলোয়ার। গত বিশ্বকাপে ব্যাক টু ব্যাক দুই সেঞ্চুরির পর বেড়ে গেছে তার রানের ক্ষুধা। নিয়মিতই রান করে যাচ্ছেন মাহমুদুল্লাহ।
-
ইমরুল কায়েস : শুরুটা ভালো করলেও বেশিক্ষণ টিকতে পারলেন না ইমরুল কায়েস। ১৮ বলে ১১ রান নিয়ে ওকেস এর বলে উইলি এর হাতে ধরা দিলেন ইমরুল।
-
নাসির হোসেন : সমর্থকদের শত সমালোচনার পর একাদশে ফিরলেন মিস্টার ফিনিশার নাসির হোসেন। দশ ম্যাচ অপেক্ষিত নাসির আজ কী করে সেটাই দেখার বিষয়।
-
তামিম ইকবাল : আফগানিস্তানের সাথে ধারাবাহিক ভালো খেলা তামিমের হঠাৎ ছন্দ পতন। মাত্র ১৪ রানের স্বভাব বিরোধী কচ্ছপ গতির এক ইনিংস খেলে ফিরে যাচ্ছেন তামিম।
-
জ্যাক বল : এই তরুণ ইংলিশ বোলার একের পর এক বিধ্বংসী বাউন্সার দিয়ে রীতিমত কাবু করে ফেলেছে বাংলাদেশি ব্যাটসম্যানদের।