শেরেবাংলা স্টেডিয়ামে সেনাবাহিনীর বিশেষ মহড়া
মিরপুরের শেরেবাংলায় আধঘণ্টা ধরে চলে সেনাবাহিনীর এ কমান্ডো মহড়া। জানিয়ে দেওয়া হলো যে কোন নাশকতা মোকাবিলা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করবে সেনাবাহিনীও।
-
আজ রাজধানীর শেরেবাংলা স্টেডিয়ামে সেনাবাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০১১ সালে সেনাবাহিনীর কমান্ডো মহড়া হয়েছিল।
-
দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় পর আবারও মহড়ায় অংশ নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
-
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় আবার জাগিয়ে তোলা হলো ২০১১ এর স্মৃতি।
-
মিরপুরের শেরেবাংলায় আধঘণ্টা ধরে চলে সেনাবাহিনীর এ কমান্ডো মহড়া। এতে জানিয়ে দেওয়া হলো যে কোন নাশকতা মোকাবিলা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করবে সেনাবাহিনীও।
-
মহড়ার বিষয়টি নিয়ে জানতে চাইলে ১ প্যারা কমান্ডো ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম এম ইমরুল হাসান বলেন, ‘দেশ ও জাতির যেকোনও প্রয়োজনে অবদান রাখতে সর্বদা অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ সেনাবাহিনী।’
-
আজ (৬ অক্টোবর) সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলে সেনাবাহিনীর এ মহড়া। ব্যাপারটি শুধু শ্বাসরুদ্ধকরই নয়, ছিল মনোমুগ্ধকরও।
-
কিভাবে কোন খেলোয়াড় জিম্মি হলে উদ্ধার করবে আর কিভাবে জিম্মিকারীদের ওপর আক্রমণ করবে তারা। আর জিম্মি দশা থেকে মুক্ত করে দ্রুত কিভাবে বের নিয়ে যাওয়া হবে।
-
দুটি হেলিকপ্টারের সাহায্যে প্রায় ৫০ জন প্যারা কমান্ডো সদস্য দুই ধাপে বিসিবি একাডেমিতে প্রবেশ করেন। এরপর এক একে করে অভিযান চালায় কমান্ডো বাহিনী।
-
এ মহড়ার মূল কারণ ছিল আসন্ন বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ। এ সিরিজে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতেই এতসব কাণ্ড।