সাকিবকে নিয়ে শিশিরের আবেগঘন বার্তা
সাকিব আল হাসান এবং উম্মে শিশিরের ঘর বাঁধার একযুগ পূর্ণ হল। বিবাহবার্ষিকীর একযুগ পূর্ণ হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট করেছেন সাকিবপত্নী। ছবি: ফেসবুক থেকে
-
পোস্টে শিশির লিখেছেন, ‘আমি যখন এটা লিখছি তখন রাত ১২টা বেজে ১২ মিনিট! ১২ বছর আগে, ১২-১২-১২ তে আমরা আমাদের গল্প শুরু করেছিলাম। প্রথমবার দেখা হওয়া থেকে বিয়ের বন্ধন এবং সেখান থেকে সবচেয়ে সুন্দর পরিবার পাওয়া, আলহামদুলিল্লাহ। হাতে হাত রেখে আমরা এই পথ পাড়ি দিয়েছি, কাঁধে কাঁধ রেখে, হৃদয়ে হৃদয় রেখে। আজীবনের প্রতিশ্রুতি, আমরা প্রতিজ্ঞা করেছি কেউ কাউকে ছেড়ে যাব না কখনও।’
-
পোস্টের সঙ্গে শেয়ার করেছেন নিজেদের কোলাজ করা তিনটি ছবি।
-
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে সাকিবের স্ত্রী এবং সন্তানরা।
-
অন্যদিকে লঙ্কা টি-টেন টুর্নামেন্ট খেলতে শ্রীলঙ্কায় আছেন সাকিব।
-
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে জনপ্রিয় এক জুটি সাকিব এবং শিশির। প্রতি বিবাহবার্ষিকীতেই সাকিবকে নিয়ে বার্তা দিয়ে থাকে থাকেন শিশির। তবে এ বছরের বিবাহবার্ষিকীটা দুইজনের জন্যই একটু স্পেশাল।